জাতীয় পুরুষ হ্যান্ডবল আজ (শনিবার) থেকে শুরু হয়েছে। শহীদ ক্যাপ্টেন ( অব ) এম মনসুর আলী হ্যান্ডবল স্টেডিয়ামে অনুষ্ঠিত হয় উদ্বোধনী দিনের ম্যাচ। সঙ্গে এবারের আয়োজনে থাকছে বিকল্প এক ভেন্যু।
উদ্বোধনী দিনে কোর্টে গড়িয়েছে ৫ খেলা। খেলাগুলোতে আনসার ৭৯-১৭ গোলে দিনাজপুরকে, বান্দরবান ৪২-১১ গোলে জয়পুরহাটকে, ঢাকা ৫৮-৪ গোলে শরীয়তপুরকে, পুলিশ ৩৭-৩২ গোলে পঞ্চগড়কে ও কুষ্টিয়া ৩৭-১১ গোলে খুলনাকে হারায়।
হ্যান্ডবল স্টেডিয়ামের পাশাপাশি বঙ্গবন্ধু স্টেডিয়ামস্থ শেখ রাসেল রোলার স্কেটিং কমপ্লেক্সেও কিছু ম্যাচ অনুষ্ঠিত হবে। এক সপ্তাহের কম সময়ের মধ্যে জাতীয় চ্যাম্পিয়নশিপ শেষ করবে হ্যান্ডবল ফেডারেশন। এই টুর্নামেন্টে কোচিং করানোর জন্য মালদ্বীপ সফর এক সপ্তাহ পিছিয়েছেন বাংলাদেশের সাবেক খেলোয়াড় আমজাদ হোসেন।
টুর্নামেন্টের পৃষ্ঠপোষক এক্সিম ব্যাংক। আজ প্রতিযোগিতার উদ্বোধন করেন হ্যান্ডবল ফেডারেশনের সভাপতি একেএম নুরুল ফজল বুলবুল। এ সময় ফেডারেশনের অন্যান্যরা উপস্থিত ছিলেন।
Array