ক্যাম্পাস প্রতিনিধি: জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে শিক্ষক সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন কম্পিউটার সায়েন্স ও ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. তুষার কান্তি সাহা ও সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন হিসাব বিজ্ঞান ও তথ্য প্রযুক্তি বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. শফিকুল ইসলাম।
আজ রোববার (২৫ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের তৃতীয় তলায় শিক্ষক সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়।
নির্বাচনে সহ সভাপতি নির্বাচিত হয়েছেন নৃবিজ্ঞান বিভাগের শিক্ষক আসিফ ইকবাল আরিফ, যুগ্ম সাধারণ সম্পাদক ইংরেজি ভাষা ও সাহিত্য বিভাগের শিক্ষক এ কে এম মাসুদুল মান্নান, সাংগঠনিক সম্পাদক ইলেকট্রিক্যাল ও ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষক মাহবুবুর রহমান জনি, কোষাধ্যক্ষ পদে নির্বাচিত হয়েছেন এনভায়রনমেন্টাল সায়েন্স ও ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষক মো. আলিম মিয়া। শিক্ষা ও গবেষণা সম্পাদক ড. দেবাশীষ ব্যাপারী, ক্রীড়া ও সংস্কৃতি সম্পাদক তরিকুল ইসলাম জনি এবং দপ্তর ও প্রচার সম্পাদক পদে ইন্দানী মণ্ডল নির্বাচিত হয়েছেন। এ ছাড়া ছয়জন সদস্য পদে নির্বাচিত হয়েছেন। তারা হলেন–ইরফান আজিজ, ফিরুজ আহমেদ, স্বপ্না পাপুল, হীরক মুশফিক, রাশেদুর রহমান এবং সবুজ চন্দ্র ভৌমিক।
উল্লেখ্য, নির্বাচনে মোট ভোটার সংখ্যা ছিল ২২২ জন। অনলাইন এবং অফলাইন দুইভাবেই ভোটাধিকার প্রয়োগ করার সুযোগ ছিল। এর মধ্যে অনলাইন এবং অফলাইন মিলে ২১৯ জন শিক্ষক তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।
Array