জয়পুরহাট প্রতিনিধিঃ প্রথমধাপে ৪ মে জয়পুরহাটের কালাই উপজেলা পরিষদ নির্বাচন কে ঘিরে মাঠে নেমে পরেছেন সম্ভাব্য উপজেলা নির্বাচনে অংশ গ্রহণ করা প্রার্থীরা।
এরই ধারাবাহিকতায় উপজেলাবাসীকে প্রার্থিতার জানান দিতে ৫ হাজার মোটরসাইকেল নিয়ে শোডাউন করেছেন চেয়ারম্যান পদপ্রার্থী, কালাই উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও টানা তৃতীয় বার নির্বাচিত বর্তমান চেয়ারম্যান মিনফুজুর রহমান মিলন।
রোববার (২৫ ফেব্রুয়ারি) বিকেলে জয়পুরহাট-বগুড়া সড়কের বালাইট এলাকা থেকে এ শোডাউন শুরু হয়। পরে মোটরসাইকেলগুলো উপজেলার বিভিন্ন এলাকায় সড়ক প্রদক্ষিণ করে আবারও সেখানে গিয়ে শেষ হয়।
পরে এক পথ সভায় বক্তব্য দেন, কালাই উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফজলুর রহমান, কালাই পৌর সভার মেয়র রাবেয়া সুলতানা, পৌর আওয়ামী লীগের আহ্বায়ক হেলাল উদ্দিন মোল্লা, আহম্মেদাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলী আকবর, জিন্দাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জিয়াউর রহমান, পুনট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল কুদ্দুস, উদয়পুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ওয়াজেদ আলী প্রমুখ।
মিনফুজুর রহমান মিলন বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নের বার্তা সাধারণ মানুষের কাছে পৌঁছে দিয়েছি। এলাকায় আমার ব্যাপক জনপ্রিয়তা রয়েছে। আমি পর পর তিনবার উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হয়েছি। আজ আমার ভালোবাসার টানে হাজার হাজার মানুষ এই মোটরসাইকেল শোডাউনে এসেছে। আমার বিশ্বাস এবারো বিপুল ভোটে জয়লাভ করব।
Array