ঢাকা ট্যাকসেস বার অ্যাসোসিয়েশনের ২০২৪-২০২৫ সেশনের নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত ‘ছিদ্দিক-আনোয়ার’ পূর্ণ প্যানেলে জয়লাভ করেছে।
নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির নাম ঘোষণা করেন নির্বাচন কমিশনার অ্যাডভোকেট মো. আবু আমজাদ।
শুক্রবার (২৩ফেব্রুয়ারি) বারের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
ঢাকা ট্যাকসেস বারের নব নির্বাচিত কার্যনির্বাহী কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন অ্যাডভোকেট মো. ছিদ্দিকুর রহমান মিঞা ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন অ্যাডভোকেট আনোয়ার হোসেন।
সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন অ্যাডভোকেট মো. আকিদুল ইসলাম খন্দকার ও গাজী মামুনুর রহমান। কোষাধ্যক্ষ হয়েছেন মোহাম্মদ রায়হান, সহ-সাধারণ সম্পাদক হয়েছেন মোহাম্মদ আজহারুল ইসলাম। এছাড়া লাইব্রেরি সম্পাদক রিপন কুমার বিশ্বাস, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক অ্যাডভোকেট মৌসুমী আক্তার ও সমাজকল্যাণ সম্পাদক হন আমিনুল হক।
এছাড়া নব নির্বাচিত কার্যনির্বাহী কমিটির সদস্যরা হলেন আবু জাহিদ রনি, বিপ্লব হালদার, দীন ইসলাম, অ্যাডভোকেট হাবিবা আক্তার, ইমরান আলম সিদ্দিকী রুবেল, মো. কাওছার আলম, মো. মাসুদ রানা, অ্যাডভোকেট মোল্লা কামরুজ্জামান, অ্যাডভোকেট শামীম আহমেদ, অ্যাডভোকেট সঞ্জয় রায়, মো. সারোয়ার হোসেন পাটোয়ারী, জহিরুল কাইউম এফসিএ, জিয়াউদ্দিন সুজন ও পদাধিকার বলে সদস্য অ্যাডভোকেট তৌহিদ উজ্জামান খান (দিপু)।
Array