আশিকুর রহমান হৃদয়, শরীয়তপুর প্রতিনিধি: শরীয়তপুরের ভেদরগঞ্জে কেন্দ্রীয় শহীদ মিনারে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদন করেছেন সর্বস্তরের মানুষ।
মঙ্গলবার দিবাগত রাত ১২টা ১ মিনিটে ফুলেল শ্রদ্ধা নিবেদন করেছেন ভেদরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো: রাজিবুল ইসলাম।
পরে শ্রদ্ধা নিবেদন করেছেন, বীর মুক্তিযোদ্ধা, সহকারী পুলিশ সুপার ভেদরগঞ্জ সার্কেল মুশফিকুর রহমান, ভেদরগঞ্জ উপজেলা সহকারী কমিশনার ভূমি ইমামুল হাফিজ নাদিম, ভেদরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মিন্টু মন্ডল, সখিপুর থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মাসুদুর রহমান, পৌরসভার মেয়র আবুল বাসার চোকদার, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার হাসান ইবনে আমিন, উপজেলা প্রকৌশলী অনুপম চক্রবর্তী, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা, হুমায়ুন কবির, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো: ছালাহউদ্দিন, উপ-সহকারী প্রকৌশলী দুর্যোগ শাখা উজ্জ্বল দত্ত, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ ফাতিমা ইসলাম, উপজেলা মৎস্য কর্মকর্তা নজরুল ইসলাম, ভেদরগঞ্জ উপজেলা আনসার ভিডিপি, ভেদরগঞ্জ ফায়ার সার্ভিস, সহ ভেদরগঞ্জ উপজেলার বিভিন্ন সামাজিক রাজনৈতিক সাংস্কৃতিক সংগঠন শ্রদ্ধা নিবেদন করে।
এছাড়া একই সময়ে বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক রাজনৈতিক সংগঠন ফুল দিয়ে স্থানীয় শহীদ মিনারগুলোতে শ্রদ্ধা নিবেদন করেছে।
এরপর সর্বস্তরের মানুষ ফুল নিয়ে শহীদ বেদিতে বিনম্র শ্রদ্ধা জানান ভাষা শহীদদের প্রতি।
Array