জয়পুরহাট প্রতিনিধিঃ মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে জেলা বিএনপির উদ্যোগে বিভিন্ন কর্মসূচি পালন করা হয়েছে।
দিবসটি উপলক্ষে বুধবার সকাল ৮টায় জেলা বিএনপি দলীয় কার্যালয়ের সামনে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের পর একটি র্যালি নিয়ে শহরের শহীদ ডা. আবুল কাশেম ময়দান কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা সৈনিক বীর শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন জেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
পরে সেখানে আলোচনা সভায় বক্তব্য রাখেন, বিএনপির রাজশাহী বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক এ এইচ এম ওবায়দুর রহমান চন্দন, জেলা বিএনপির আহ্বায়ক গোলজার হোসেন, জয়পুরহাট সদর উপজেলা বিএনপির আহ্বায়ক হেনা কবির, যুগ্ম আহ্বায়ক আবু বক্কর সিদ্দিক, জেলা কৃষক দলের আহ্বায়ক সেলিম রেজা ডিউক, জেলা যুবদলের সদস্য সচিব মোক্তাদুল হক আদনান, সদস্য আবু বক্কর সিদ্দিক বাবু, রেজাহাত হোসেন রনি, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মোমিন খন্দকার ডালিম জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শামস মতিন প্রমুখ।
Array