বার্তা কক্ষ
21st Feb 2024 3:33 pm | অনলাইন সংস্করণ
জয়পুরহাট প্রতিনিধিঃ মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে এনজিও ফেডারেশন (এফএনবি) এর পক্ষ থেকে জয়পুরহাট কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধার্ঘ অর্পণ করা হয়েছে ।
বুধবার জয়পুরহাট কেন্দ্রীয় শহীদ মিনারে সূর্যদয়ের পর ফুল দিয়ে শ্রদ্ধার্ঘ অর্পণ করা হয়।
ব্র্যাক জয়পুরহাট জেলা সমন্বয়ক ও এফএনবি এর সভাপতি আরিফুল ইসলাম এর নেতৃত্বে উপস্থিত ছিলেন এফএন বি জয়পুরহাট জেলা কমিটির সদস্য আশা, টিএমএসএস, ব্যুরো বাংলাদেশ, আউশগাড়া উন্নয়ন সংস্থা, রিক এবং রেক এর কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
১৯৫২ সালের ভাষা আন্দোলনের শহীদদের স্বরণে সূর্যদয়ের পর থেকে শহীদ মিনারে সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা,কর্মচারী,রাজনৈতিক,সামাজিক,সাংস্কৃতিক ও এনজিও ব্যাক্তিবর্গসহ সমাজের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ শ্রদ্ধা জ্ঞাপন করেন।
Array