জয়পুরহাট প্রতিনিধিঃ জয়পুরহাট জেলায় মোট ৩০ টি কেন্দ্রে আজ বৃহস্পতিবার থেকে শান্তিপূর্ণ পরিবেশে এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়েছে। এবার মোট পরিক্ষার্থীর সংখ্যা ১৩ হাজার ২৩৩ জন।
জেলা প্রশাসক কার্যালয়ের শিক্ষা শাখা থেকে জানা যায় পরিক্ষার প্রথম দিন বাংলা ১ম পত্র পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। জয়পুরহাট জেলায় এবার ৩০ কেন্দ্রে এসএসসি ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। এতে পরিক্ষার্থীর সংখ্যা হচ্ছে ১৩ হাজার ২৩৩ জন। এরমধ্যে মাধ্যমিক বিদ্যালয়ের এসএসসি পরিক্ষার্থী রয়েছেন ৯ হাজার ৬১৭ জন। দাখিল পরিক্ষার্থীর সংখ্যা হচ্ছে ২ হাজার ৩৭৫ জন এবং এসএসসি ও দাখিল ভোকেশনাল পর্যায়ে পরিক্ষার্থী রয়েছেন ১ হাজার ২৪১ জন। প্রথম দিনের বাংলা ১ম পত্র পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।
সদর উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্যাহ আল মামুন বলেন,জয়পুরহাটে সুষ্ঠ ও শান্তিপূর্ণ পরিবেশে এসএসসি ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। আমি বিভিন্ন পরিক্ষা কেন্দ্র পরিদর্শন করেছি। পরীক্ষায় যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে সেজন্য আমরা নজর রাখছি। এছাড়াও প্রশ্নপত্র ফাঁস রোধে প্রশাসন সবসময় তৎপর রয়েছে।
জেলা প্রশাসক সালেহীন তানভীর গাজী বলেন,আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা পরীক্ষা শুরুর আগে কেন্দ্রে কেন্দ্রে অবস্থান নেয় এবং প্রবেশ পত্র যাচাই করে পরীক্ষা কেন্দ্রে প্রবেশের ব্যবস্থা করেন । সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে এসএসসি ও সমমানের পরীক্ষা অনুষ্ঠানের জন্য যাবতীয় প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।
Array