জয়পুরহাট প্রতিনিধি: জয়পুরহাট জেলা প্রেসক্লাবের ত্রি-বাষিক নিবার্চন ২০২৪ অনুষ্ঠিত হয়েছে।
এতে সভাপতি নিবার্চিত হয়েছেন আরটিভির জেলা প্রতিনিধি রাশেদুজ্জামান রাশেদ, সাধারণ সম্পাদক পদে বিটিভি’র জেলা প্রতিনিধি মিজানুর রহমান মিন্টু ও সাংগঠনিক সম্পাদক মাছরাঙা টিভি ও বিজনেস বাংলাদেশ’র জেলা প্রতিনিধিসহ বিনা প্রতিদন্দিতায় ১৩ সদস্য বিশিষ্ট কমিটি নির্বাচিত হয়েছে।
বুধবার (১৪ ফেব্রুয়ারী) দুপুরে জেলা প্রেসক্লাবের কার্যালয়ে নির্বাচনে দায়িতাপ্রাপ্ত প্রধান নির্বাচন কমিশনার রুহুল আমিন এ ফলাফল ঘোষণা করেন।
অন্যান্য পদে নির্বাচিতরা হলেন সহ সভাপতি পদে দৈনিক সবুজ নিশান প্রত্রিকার জেলা প্রতিনিধি জহুরুল হক জুয়েল, দৈনিক জবাবদিহি পত্রিকার জেলা প্রতিনিধি মুনিরুজ্জামান মুনির, যুগ্ম সাধারণ সম্পাদক ইন্ডিপেনডেন্ট টিভি’র জেলা প্রতিনিধি মোমেন মুনি, অর্থ সম্পাদক জাগরণী টিভি’র জেলা প্রতিনিধি শীতল চন্দ্র, দপ্তর সম্পাদক দৈনক বর্তমান পত্রিকার জেলা প্রতিনিধি আহসান হাবিব আরমান, সাহিত্য ও ক্রীড়া সম্পাদক দৈনিক সকালের সময় পত্রিকার জেলা প্রতিনিধি পুলক কুমার সরকার, শিক্ষা ও সমাজকল্যাণ সম্পাদক দৈনিক সোনার দেশ পত্রিকার জেলা প্রতিনিধি মোহাম্মদ শাহাবুদ্দিন ও কার্যনির্বাহী সদস্যরা হলেন চ্যানেল আই এর জেলা প্রতিনিধি শফিউল বারী রাসেল, দৈনিক প্রথম আলো পত্রিকার জেলা প্রতিনিধি রবিউল ইসলাম রুবেল ও দৈনিক আজকের পত্রিকার জেলা প্রতিনিধি আতাউর রহমান।
Array