বার্তা কক্ষ
14th Feb 2024 6:16 pm | অনলাইন সংস্করণ
জয়পুরহাট প্রতিনিধিঃ জয়পুরহাটে সরকারি কর্মকর্তাদের অংশগ্রহণে অফিসার্স ক্লাব ব্যাডমিন্টন টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) রাতে জয়পুরহাটে অফিসার্স ক্লাবের আয়োজনে ও আল মদিনা ট্রমা সেন্টারের পৃষ্ঠপোষকতায় সদর উপজেলা পরিষদ ক্যাম্পাসে টুর্নামেন্ট আনুষ্ঠিত হয়।
এসময় জেলা প্রশাসক সালেহীন তানভীর গাজী, অতিরিক্ত জেলা প্রশাসক সবুর আলী,জয়পুরহাট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্যাহ আল মামুন,সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফজলে ওয়াহিদ, , জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আজহারুল ইসলাম,আব্দুল্লাহ আল মাহবুব,মিজানুর রহমান. ডা.আতাউল হক উপস্থিত ছিলেন।
বিজয়ী দলের হাতে ট্রফি তুলে দেন জেলা প্রশাসক সালেহীন তানভীর গাজী।
Array