দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরে বিভিন্ন রুটের ট্রেনের সাতটি টিকিটসহ জীবন (২৩) নামে টিকিট কালোবাজারীর চক্রের এক সদস্যকে আটক করেছে দিনাজপুর রেলওয়ে থানা পুলিশ।
সোমবার (১২ ফেব্রুয়ারি) রাত ১১ টার দিকে দিনাজপুর রেলওয়ে স্টেশনে টিকিট বিক্রির তাকে আটক করা হয়।
এসময় তার কাছ থেকে বিভিন্ন রুটের সাতটি টিকেট, টিকিট বিক্রির দুই হাজার ৮০০ টাকাসহ একটি মোবাইল ফোন জব্দ করা হয়।
আটককৃত জীবন দিনাজপুর শহরের মিশন রোড এলাকার বাসিন্দা গোলাম জেলানীর ছেলে।
রেলওয়ে পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার রাতে প্রকাশ্যে বেশি দামে টিকিট বিক্রির খবর পায় দিনাজপুর রেলওয়ে থানা পুলিশ। পরে ঘটনাস্থলে পৌঁছালে পালানোর চেষ্টা করে জীবন। তাকে আটক করে জিজ্ঞাসাবাদ করলে টিকিট বিক্রির কথা স্বীকার করেন তিনি।
এসময় ১২ ফেব্রুয়ারি একতা এক্সপ্রেস ট্রেনের দিনাজপুর থেকে ঢাকার দুটি, পার্বতীপুর থেকে ঢাকা রুটের দুটি এবং পর্যটন এক্সপ্রেস ট্রেনের কক্সবাজার থেকে ঢাকা রুটের তিনটিসহ মোট সাতটি টিকিট জব্দ করা হয়।
বিষয়টি নিশ্চিত করে দিনাজপুর রেলওয়ে থানার উপপরিদর্শক (এসআই) জহির রায়হান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বেশি দামে টিকিট বিক্রির অভিযোগ পেয়ে ঘটনাস্থল থেকে জীবনকে আটক করা হয়। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
Array