শরীয়তপুর প্রতিনিধি: শরীয়তপুরের ভেদরগঞ্জে পাওনা টাকা ফেরত চাওয়ায় রুবেল দেওয়ান (৩৫) নামে এক অটোরিকশা মালিক’কে মারধরের অভিযোগ পাওয়া গেছে তার ড্রাইভার আক্তার ছৈয়ালের বিরুদ্ধে।
ঘটনাটি ঘটেছে (৯ ফেব্রুয়ারী) শুক্রবার রাতে উপজেলার সখিপুর ইউনিয়নের ৪ নং ওয়ার্ড ছৈয়াল কান্দি গ্রামে। পরে স্বজনরা গুরুতর অবস্থায় রুবেলকে উদ্ধার করে ভেদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছেন। আহত রুবেল উপজেলার সখিপুর ইউনিয়নের ছৈয়াল কান্দি গ্রামের আ:রাজ্জাক দেওয়ানের ছেলে।
আহত ও স্বজন সূত্রে জানা গেছে, অভিযুক্ত আক্তার ছৈয়াল একসময় রুবেলের ভাড়ায় চালিত অটোরিকশা ড্রাইভার ছিলেন সেসময় আক্তারের কাছে রুবেল ভাড়া ও কারেন্ট বিল বাবদ ২০ হাজার টাকা পেতেন। গত ( ৯ ফেব্রুয়ারী) শুক্রবার রাতে সেই টাকা চাইলে আক্তার ক্ষিপ্ত হয় এসময় তাদের মধ্যে কথা-কাটাকাটি হয়। কথা কাটাকাটির একপর্যায়ে আক্তার রুবেল কে ইট দিয়ে মাথায় আঘাত করে। এসময় রুবেলের আত্মচিৎকারে তার ভাবি ও মা এগিয়ে আসলে তাদের কেউও মারধর করে আক্তার। একপর্যায়ে এলাকাবাসী এগিয়ে আসলে আক্তার পালিয়ে যায়। মারধরে রুবেলের দাঁত ভেঙে ও মাথায় গুরুতর জখম হয়।
এবিষয়ে আহত রুবেল দেওয়ান বলেন, আক্তার একসময় আমার গাড়ী ভাড়া চালাতো সেসময় গাড়ী ভাড়া ও কারেন্ট বিল বাবদ আমি ওর কাছে ২০ হাজার টাকা পেতাম। কিন্তু ও টাকা না দিয়ে উল্টো আমাকে ও আমার মা সহ ভাবিকে আহত করে। আমি এবিষয়ে সখিপুর থানায় একটি লিখিত অভিযোগ করেছি। আমি এর উপযুক্ত বিচার দাবি করছি।
এবিষয়ে জানতে অভিযুক্ত আক্তার ছৈয়ালের বাড়িতে গেলে কাউকে খুঁজে পাওয়া যায় নি। এবং তার মুঠোফোনে একাধিকবার ফোন দিলেও তিনি ফোন টি রিসিভ করে নি।
সখিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদুর রহমান বলেন, ‘এ বিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
Array