জয়পুরহাট প্রতিনিধিঃ জয়পুরহাটে সদর থানা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক আতাউর রহমান এর অবসর জনিত বিদায়,এসএসসি পরিক্ষার্থীদের বিদায়,নবীনবরণ, বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরষ্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
রবিবার বেলা ১২ টায় জয়পুরহাট সদর থানা উচ্চ বিদ্যালয়ের আয়োজনে এ অনুষ্ঠান হয়।
অনুষ্ঠানে জয়পুরহাট সদর থানা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক তৌহিদুল ইসলাম এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন জয়পুরহাট সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান এস এম সোলায়মান আলী।
বিশেষ অতিথির বক্তব্য দেন সদর উপজেলা মাধ্যমিক কর্মকর্তা তোফাজ্জল হোসেন, বিদ্যালয়ের বিদ্যোৎসাহী সদস্য গোলাম হক্কানী, দাতা সদস্য প্রভাষক এ ই এম মাসুদ রেজা, রামদেও বাজলা সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইমদাদুল হক, পুরানাপৈল ইউপি চেয়ারম্যান খোরশেদ আলম সৈকত, সহকারি প্রধান শিক্ষক ছাইফুল ইসলাম, সিনিয়র সহকারি শিক্ষক বেলাল হোসেন, সাজেদুর রহমান প্রমুখ
অনুষ্ঠান শেষে অবসর জনিত শিক্ষককে ক্রেস্ট ও সন্মাননা স্মারক উপহার দেওয়া হয়। এবং ক্রীরা প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়।
Array