আল জাবের,আমতলী (বরগুনা)প্রতিনিধি: বরগুনার আমতলীর সোনাউঠা গ্রামে জমি জমা সংক্রান্ত বিরোধে ও পূর্ব শত্রুদের জেরে একই বাড়ীর ৪ জনকে কুপিয়ে গুরুতর জখম করেছে প্রতিপক্ষ।
আহতরা হলেন সোনাউঠা গ্রামের আব্দুর রাজ্জাক খানের ছেলে মোঃ মাসুম খান (২৫) , আবদুর রাজ্জাক খান (৫০)সালাম খান (৫৫)। স্থানীয়রা আহতদের মুমূর্ষ অবস্থায় উদ্ধার করে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। গুরুতর আহত মাসুম খানের শারীরিক অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। মাসুম খানের দুটি পা কুপিয়ে ও পিটিয়ে ভেঙ্গে দিয়েছে অপর পক্ষ।
আহত সূত্রে জানা গেছে, হানিফ মৃধা গংদের সাথে মাসুম খান গংদের দীর্ঘদিন ধরে জমি জমা নিয়ে বিরোধ চলে আসছে। এ বিরোধকে কেন্দ্র করে রবিবার বেলা ১১ টার সময় মাসুম খান মটরসাইকেল যোগে পূর্বচিলা যাওয়ার পথে প্রফুল্ল গাইনের বাড়ীর সামনের রাস্তায় হানিফ মৃধা ,জাকির, বেল্লাল ও নেছারের নেতৃত্বে একদল সন্ত্রাসী মাসুমকে কুপিয়ে আহত করে। এসময় মাসুম খানকে বাচাতে এগিয়ে আসলে মো. সালাম , রাজ্জাক খান, ও মোতালেব খানকে ও মারধোর করে আহত করেন।
আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে কর্মরত ডাঃ মেহেরিন আশরাফ জানান, মাসুম খানের দুটি পা ভেঙ্গে ফেলা হয়েছে । তার অবস্থা গুরুতর হওয়ায় বরিশাল মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়েছে।
আমতলী থানার অফিসার ইনচার্জ কাজী সাখোয়াত হোসেন তপু বলেন, এখোনো অভিযোগ পাইনি । অভিযোগ পলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
Array