আল আমিন, সিংড়া (নাটোর) প্রতিনিধি: সিংড়া ডাহিয়া ইউনিয়নের কুঞ্চি ভাদ্রা গ্রামে সিএনজি চালক সহ চার ছাগল চোরকে আটকে রেখে পুলিশের কাছে দিলেন এলাকাবাসী।
শুক্রবার আনুমানি ১২ টার দিকে এই ঘটনা ঘটে সিংড়া সুকাশ ও ডাহিয়া ইউনিয়নে দীর্ঘদিন থেকে অটোরিকশা ও ছাগল চুরির ঘটনা বেশি হচ্ছে, তাতে এলাকার মানুষ সজাগ থেকে আজকে ছাগল সিএনজিতে উঠানোর সময় তাদের হাতে নাতে ধরে আটকে রেখে সিংড়া থানার পুলিশের কাছে হস্তান্তর করেন এবং এলাকাবাসী দাবী করেন এদের যে দৃষ্টান্তমূলক শাস্তি হয়।
যে চার জন কে থানায় দিয়েছে তারা হলেন সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ থানার শারুটিয়া গ্রামের মজিবুর রহমানে ছেলে রিপন হোসেন (সিএনজি চালক), মো: ইসমাইল হোসেন পিতা: মৃত্যু আলম হোসেন,মোছা: সুফিয়া খাতুন, পিতা:নিজাম হোসেন, মো: হাসান আলী, উয়য়ের ঠিকানা রায়গঞ্জ থানার নিমগাছি গ্রামে।
সিংড়া থানার (ওসি) অফিসার ইনচার্জ আবুল কালাম আজাদ বিষটি নিশ্চিত করেছেন।
Array