মাগুরা প্রতিনিধি: মাগুরা-১ আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য ক্রিকেটার সাকিব আল হাসান ও মাগুরা-২ আসন থেকে নির্বাচিত ডক্টর বীরেন শিকদারকে দলের পক্ষ থেকে সংবর্ধনা দেওয়া হয়েছে। বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) অংশ নেওয়ার কারণে নির্বাচনের পুরো এক মাস পর আওয়ামী লীগের সংবর্ধনা নিলেন সাকিব।
মাগুরা আছাদুজ্জামান অডিটোরিয়ামে বুধবার (৭ ফেব্রুয়ারি) দুপুরে জেলা আওয়ামী লীগের সকল ইউনিট, অঙ্গ ও সহযোগী সংগঠন এবং মুক্তিযুদ্ধের বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে এ সংবর্ধনা দেওয়া হয়। জেলা আওয়ামী লীগ আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে জেলার চার উপজেলা থেকে আসা হাজারো দলীয় নেতা-কর্মী অংশ নেন।
সংবর্ধনা গ্রহণ শেষে দুই সংসদ সদস্য মাগুরাকে দেশের মধ্যে অন্যতম সুন্দর এবং দৃষ্টান্তমূলক পরিচয়বাহী জেলা হিসেবে গড়ে তুলতে প্রত্যয় ব্যক্ত করেন।
এমপি সাকিব আল হাসান বলেন, সকলের সহযোগিতা নিয়ে আদর্শ মাগুরা গড়ে তুলতে পারবো।
মাগুরাকে সুন্দরভাবে গড়ে তুলতে সবার গাইডলাইন দরকার। এখানে অনেক সিনিয়র রাজনীতিবিদরা আছেন তাদের পরামর্শ নিয়ে আমি কাজ করবো।
মাগুরা-২ আসনের সংসদ সদস্য ডক্টর বীরেন শিকদার বলেন, মাগুরার মানুষ ও দলের পক্ষ থেকে আমাদেরকে যেভাবে সংবর্ধিত করেছে তাতে আমাদের দায়িত্ব এবং ঋণ আরো বেড়ে গেছে। আমরা উভয় সংসদ সদস্য একযোগে মাগুরার জন্যে কাজ করবো।
Array