অবশেষে ব্যাট হাতে রানের দেখা পেলেন সাকিব আল হাসান। বিশ্বকাপের সময় থেকেই ইমেজ সংকটে আছেন টাইগার অধিনায়ক। শ্রীলঙ্কার বিপক্ষে বিশ্বকাপের ৮২ রানের ইনিংসের পর থেকে ব্যাট হাতে বিবর্ণ ছিলেন তিনি। গেল কিছুদিন মিরপুর কিংবা সিলেট যেখানেই খেলা হয়েছে দুয়োধ্বনি শুনেছেন সাকিব আল হাসান।
তবে আজ মঙ্গলবার মিরপুর শের-ই বাংলায় ঠিক উল্টো চিত্র। দুর্দান্ত ঢাকার বিপক্ষে আজ মাঠে নেমে রংপুর রাইডার্সের হয়ে রানের দেখা পেয়েছেন। ৩৪ রানের ইনিংসে বড় শটও খেলেছেন। চলতি বিপিএলে শুরু থেকেই চোখের সমস্যায় ভুগছিলেন সাকিব। সেই সমস্যা উৎরে উঠতে পরিশ্রমও করেছেন। তারই ফল যেন পেলেন আজকের ম্যাচে।
প্রথমে টস হেরে ব্যাট করতে নেমেছে নুরুল হাসান সোহানের দল। আর ব্যাট করতে দলটি পায় উড়ন্ত সূচনা। পাওয়ারপ্লে শেষ করেন ৫০ রানে। এদিন দলের হয়ে ওয়ান ডাউনে ব্যাট করতে আসেন সাকিব। শুরু থেকেই মিরপুরের গ্যালারি থেকে তাকে সমর্থন জানিয়েছেন দর্শকরা। আর সাকিবও এদিন বেশ সাবলীলভাবেই খেলেন। শুরু থেকেই দেখে শুনে খেলতে থাকেন ঢাকার বোলারদের।
বাবর আজমের সঙ্গে বেশ একটা ভালো জুটিও গড়ে তুলেছিলেন তিনি। তবে বাবর আউট হওয়ার পর ফিরে যান সাকিবও। ৩ ছক্কার সাথে ১ চারে ২০ বলে ৩৪ রান করে বিদায় নেন সাকিব। চলতি বিপিএলে এটাই সাকিবের সর্বোচ্চ রান। চোখের সমস্যার আগে এর কয়েকটি ম্যাচে ব্যাটই করেননি টাইগার এই অধিনায়ক।
চলতি বিপিএলে এর আগে দুই ম্যাচে করেছিলেন শুন্য রান। গত ম্যাচে আউট হয়েছেন গোল্ডেন ডাক মেরে। সেসব পার করে আজ খেলেছেন চোখে পড়ার মত এক ইনিংস। ওয়ানডে মেজাজে দেখেশুনে খেলেছেন। এরপর সুযোগ পেয়ে চড়াও হয়েছেন ঢাকার বোলারদের ওপর।
টানা কয়েকদিনের অনুশীলনের ফলটাই যেন মিরপুরের মাঠে দেখালেন সাকিব। লম্বা সময় পর তার রানে ফেরা নিশ্চিতভাবেই স্বস্তি দেবে সাকিব ভক্তদের।
Array