বার্তা কক্ষ
06th Feb 2024 9:04 pm | অনলাইন সংস্করণ
সোলাইমান হাসান, নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জের আড়াইহাজারে গোপালদী তদন্ত কেন্দ্রের ইনচার্জসহ দুই পুলিশ কর্মকর্তাকে পুলিশ লাইনে ক্লোজ করা হয়েছে। এরা হলেন গোপালদী তদন্ত কেন্দ্রের ইনচার্জ ইন্সপেক্টর আতাউর রহমান ও এ এস আই আশরাফুল ইসলাম।
মঙ্গলবার আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান উল্লাহ গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে সোমবার রাতে তাদের দু’জনকে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়। তবে কি কারণে তাদের ক্লোজ করা হয়েছে তা নিশ্চিত হওয়া যায়নি।
এ বিষয়ে সহকারী পুলিশ সুপার(গ) সার্কেল নারায়ণগঞ্জ আবির হোসেন বলেন ,সংযুক্তির ঘটনা পুলিশের রুটিন ওয়ার্ক, কি কারনে ক্লোজ করা হয়েছে বিস্তারিত এখন পর্যন্ত জানতে পারিনি। এর বাইরে তিনি আর কোন মন্তব্য করতে রাজি হননি।
Array