• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • গুগল ফটোসের স্টোরেজ ক্লিয়ার করুন, এরপর দেখুন জাদু 

     বার্তা কক্ষ 
    05th Feb 2024 11:10 am  |  অনলাইন সংস্করণ

    যতই দিন যাচ্ছে আমাদের স্মার্টফোনগুলো হয়ে উঠছে আরও অত্যাধুনিক। বেড়েছে ফোনের ধারণক্ষমতা। এরপরও অনেক স্মার্টফোন ব্যবহারকারী প্রায়ই অপর্যাপ্ত স্টোরেজ সমস্যার সম্মুখীন হন। আমাদের ফোনে হাই কোয়ালিটির ছবি এবং ভিডিও যথেষ্ট জায়গা নেওয়ায় এ সমস্যা থেকেই যায় যতদিন ফোন ব্যবহার করা হয়।

    প্রকৃতপক্ষে, ব্যবহারকারীদের অধিকাংশ প্রায়শই তাদের মিডিয়া ফাইলগুলো নিরাপদে রাখতে গুগল ফটোর সাহায্য নেন। তাই স্টোরেজ ফুরিয়ে যাওয়ার সমস্যাটি থেকেই যায়। প্রাথমিকভাবে গুগলের ফ্রি স্টোরেজের সীমা হল ১৫ জিবি। কিন্তু, এখনও গুগল ফটোস অ্যাপের মাধ্যমে স্টোরেজ পরিষ্কার করার বিকল্প আছে। এটি পরিষ্কার করার পরই দেখা যায় আসল চমক। ফোন এরপর খুবই নির্বিঘ্নে চালানো যায় কোনও স্টোরেজ সমস্যা ছাড়াই।

    কীভাবে করবেন ফোনের স্টোরেজ পরিষ্কার;

    প্রথমেই Google Photos অ্যাপ ওপেন করতে হবে। এরপর Google অ্যাকাউন্টে সাইন ইন করতে হবে। উপরের দিকে থাকা নিজের প্রোফাইল ছবি বা Initial-এ ক্লিক করতে হবে। এরপর Photo setting অপশন খুঁজতে হবে এবং ক্লিক করতে হবে। তারপর Backup এবং অবশেষে Manage storage অপশনে ক্লিক করতে হবে। এরপর Review and delete বিকল্পের অধীনে একটি বিভাগ সিলেক্ট করতে হবে।

    পরে Select অপশনে ক্লিক করতে হবে এবং যে আইটেমগুলো ডিলিট করতে হবে তা বেছে নিতে হবে। একবার এই কাজ হয়ে গেলে Move to trash বা Delete বিকল্পে ক্লিক করতে হবে।

    ডেস্কটপের গুগল ফটো অ্যাপে স্পেস পরিষ্কার করবেন যেভাবে;

    নিজের ডেস্কটপে storage management টুলস ওপেন করতে হবে। এরপর Review and delete বিকল্পটি খুঁজে নিতে হবে এবং যেকোনো বিভাগে ক্লিক করতে হবে। এরপর Review and delete করতে হবে এমন কোনও নির্দিষ্ট বিভাগে ক্লিক করতে হবে। একবার সিলেক্ট করা হয়ে গেলে Move to trash বা Delete বিকল্পটি সার্চ করতে হবে।

    স্টোরেজ পরিষ্কার করা ছাড়াও, সেটিংসে স্টোরেজ অপ্টিমাইজ করা যেতে পারে, যা মূল্যবান স্টোরেজ স্পেস খালি করতে সাহায্য করবে।

    ১. ওয়েবের মাধ্যমে নিজেদের আপলোড করা ছবিকে স্টোরেজ সেভার কোয়ালিটিতে রূপান্তর করার কথা বিবেচনা করতে হবে, যেমন গুগল দ্বারা প্রয়োগ করা সূক্ষ্ম কম্প্রেশনের কারণে ন্যূনতম মানের ক্ষতিসহ, এই হাই রেজুলেশনের ফটোগুলোকে ১৬MP-তে ডাউনস্কেল করে এবং ভিডিওর আকার পরিবর্তন করে 1080p করে। এই সাধারণ ব্যাপারই ভিজ্যুয়ালের সঙ্গে আপস না করে দ্রুত মূল্যবান স্থান খালি করতে পারে।

    ২. নিজেদের ডিভাইসে WhatsApp এবং Instagram-এর মতো ফোল্ডারগুলোর জন্য স্বয়ংক্রিয় ব্যাকআপ নিষ্ক্রিয় করার অপশন বেছে নেওয়া যেতে পারে। এইভাবে নিয়ন্ত্রণ করা যেতে পারে কোন কনটেন্ট ব্যাক আপ করা হবে, যা নিজেদের স্টোরেজ আরও দক্ষতার সঙ্গে পরিচালনা করতে সহায়তা করবে।

    ৩. যদিও Google Photos নির্দিষ্ট ক্যামেরা এবং MKV ভিডিওগুলি থেকে RAW ফাইলসহ ফটো এবং ভিডিও ফরম্যাটের একটি ব্যাক আপ করতে পারে, সমস্ত ফরমেট সমর্থিত নাও হতে পারে। কেউ বিভিন্ন উৎস থেকে ভিডিও আপলোড করলে, কিছু মিডিয়া ফাইল Google Photos-এর সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নাও হতে পারে। স্থান খালি করার জন্য, Google Photos অ্যাকাউন্টে স্টোরেজ নিতে পারে এমন কোনও অসমর্থিত ফাইল মুছে ফেলা উচিত হবে।

    Array
    We use all content from others website just for demo purpose. We suggest to remove all content after building your demo website. And Dont copy our content without our permission.
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    February 2024
    M T W T F S S
     1234
    567891011
    12131415161718
    19202122232425
    26272829