আল জাবের, আমতলী (বরগুনা)প্রতিনিধিঃ বরগুনার আমতলী উপজেলা প্রেস ক্লাবের বার্ষিক সম্মেলন ও কমিটি গঠন করা হয়েছে। সোমবার সকাল ১০ টায় উপজেলা প্রেসক্লাব কার্যালয়ে উপজেলা প্রেসক্লাব সিনিয়র সহসভাপতি মো. তোফাজ্জেল হোসেন তপুর সভাপতিত্বে ও সাধারন সম্পাদক আবু সাইদ খোকনের সঞ্চালনায় সাধারন সভা অনুষ্ঠিত হয়।
সাধারন সভায় সর্বসম্মতিক্রমে দৈনিক মানবজমিন ও দৈনিক মতবাদ পত্রিকার আমতলী(বরগুনা) প্রতিনিধি মো. মো. আবু সাইদ খোকন সভাপতি ও দৈনিক যুগান্তরের আমতলী(বরগুনা) প্রতিনিধি মো. তোফাজ্জেল হোসেন তপুকে সম্পাদক করে ২৭ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়।
কমিটির নির্বাচিত অন্য কর্মকর্তারা হলেন, সহসভাপতি নিয়াজ মোর্শেদ ইমন(দৈনিক বাংলাদেশ বানী), সহসভাপতি মামুনুর রশিদ রাতুল (দৈনিক স্বাধীন বাংলা), মো. সাইদুর রহমান (মুক্ত খবর ও দৈনিক সংবাদ) ।
যুগ্ম সাধারণ সম্পাদক মো. সজীব মিয়া (এশিয়া টেলিভিশন), মো নজরুল ইসলাম (শিক্ষা তথ্য)আইন বিষয়ক সম্পাদক এ্যাড. রেজাউল করিম রেজা(দৈনিক বরিশাল সমাচার), সাংগঠনিক সম্পাদক মো. ইমাম তাকি সানি (দৈনিক সকালের সময় ), সহ- সাংগঠনিক সম্পাদক মোঃ সাকিব ইসলাম (আই বার্তা), অর্থ সম্পাদক মোঃ আল জাবের (দৈনিক আজ কালের বার্তা ), দপ্তর সম্পাদক মোঃ নাঈম বিল্লাহ একুশে সংবাদ ),প্রচার সম্পাদক মোঃ ইমরান হোসাইন( বিডি২৪রিপোর্ট), সহ মো. তৌফিকুল ইসলাম ( দৈনিক বজ্রশক্তি ), সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মোঃ রাসেল আকন (দৈনিক গনকন্ঠ), ক্রিড়া সম্পাদক মোঃ হাসান খান্না(দৈনিক আলোরজগত ), সমাজ কল্যান সম্পাদক মো.মেহদী হাসান নিরব ( প্রথম বাংলা )সদস্য দেওয়ান মস্তফা কবির, শাহ মুহা: সুমন রশিদ, মো. মিজানুর রহমান, মো. খিজিরুল ইসলাম খিজির, আব্দুর রহমান, সাইফুল ইসলাম সজীব, মো. আল আমিন, শহিদুল ইসলাম শাওন, মো. আব্দুল্লাহ আল মামুন, মো. পলাশ মিয়া ও মো. খিজিরুল ইসলাম খিজির প্রমুখ।
Array