রাঙামাটি প্রতিনিধি: রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নের মাচালং ব্রিজপাড়া এলাকায় দুর্বৃত্তদের গুলিতে দু’জন নিহত হয়েছেন। রোববার (৪ জানুয়ারি) দুপুরে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) সদস্য দীপায়ন চাকমা (৩৭) ও মন্টু চাকমা ওরফে আশীষ চাকমা (৪০)।
আশীষের বাড়ি রুপকারী ইউনিয়নের মোরঘোনা গ্রামে। দীপায়নের বাড়ি সাজেক ইউনিয়নের উত্তর এগুজ্জ্যাছড়ি গ্রামে।
স্থানীয় সূত্রে জানা যায়, রোববার দুপুরে সাজেক ইউনিয়নের মাচালং ব্রিজ পাড়া এলাকার একটি চায়ের দোকানে বসে ছিলেন দীপায়ন চাকমা ও আশীষ চাকমা। এ সময় কয়েকজন অস্ত্রধারী সন্ত্রাসী এসে এলোপাতাড়ি গুলি করলে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে বাঘাইছড়ি সার্কেলের সহকারী পুলিশ সুপার মোহাম্মদ আবদুল আউয়াল চৌধুরী বলেন, বাঘাইছড়ির মাচালং এলাকায় গোলাগুলিতে দুইজন নিহত হওয়ার সংবাদ পেয়েছি। ঘটনাস্থলে পুলিশ সদস্যরা যাচ্ছেন। বিস্তারিত পরে জানানো যাবে।
এদিকে এ ঘটনায় সন্তু লারমার নেতৃত্বাধীন পাহাড়ের আরেক আঞ্চলিক দল পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতিকে (জেএসএস) দায়ী করেছে ইউপিডিএফ। ইউপিডিএফ বাঘাইছড়ি উপজেলার সংগঠক আর্জেন্ট চাকমা এ ঘটনায় জেএসএসের সন্ত্রাসীরা জড়িত বলে দাবি করেছেন।
Array