সরকারি সফরে সস্ত্রীক মরক্কো সফরে গেলেন বাংলাদেশ বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল শেখ আব্দুল হান্নান। রয়্যাল মরক্কো বিমান বাহিনীর ইন্সপেক্টর মেজর জেনারেল মুহাম্মদ গাদিহর আমন্ত্রণে দেশটির উদ্দেশে রওনা হয়েছেন তিনি।
আজ শনিবার দুইজন সফরসঙ্গীসহ তিনি ঢাকা ত্যাগ করেছেন।
সফরকালে বাংলাদেশ বিমান বাহিনী প্রধান রয়্যাল মরক্কো বিমান বাহিনীর ইন্সপেক্টর জেনারেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন।
সাক্ষাৎকালে তারা দুই দেশের মধ্যকার পেশাগত এবং দ্বিপক্ষীয় স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে মতবিনিময় করবেন।
এছাড়া, বাংলাদেশ বিমান বাহিনী প্রধান রয়্যাল এয়ার স্কুলসহ বিভিন্ন সামরিক স্থাপনা পরিদর্শন করবেন। বিমান বাহিনী প্রধানের এ সফরের মাধ্যমে বাংলাদেশ বিমান বাহিনী ও রয়্যাল মরক্কো বিমান বাহিনীর মধ্যে বিদ্যমান সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক আরও সুদৃঢ় হবে বলে আশা করা যায়।
সরকারি এ সফর শেষে আগামী ২ ফেব্রুয়ারি দেশে ফিরবেন বিমানবাহিনী প্রধান।
Array