নিজস্ব প্রতিবেদক:
সমাজকল্যান মন্ত্রণালয়ের সদ্য দ্বায়িত্বপ্রাপ্ত মন্ত্রী ডা.দীপু মনি’র সাথে সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় করেছেন বাংলাদেশ প্রতিবন্ধী বিদ্যালয় শিক্ষক সমিতির প্রতিনিধিগণ। এসময় তারা সমাজকল্য্যান মন্ত্রীকে প্রতিবন্ধী বিদ্যালয়সমূহর স্বীকৃতি ও এমপিও দেওয়ার বিষয়ে স্বারকলিপি প্রদান করেছেন। শুভেচ্ছা বিনিময় শেষে তারা মন্ত্রীকে প্রতিবন্ধী শিক্ষার্থীদের হাতে তৈরী শাড়ি উপহার দেন।
শুভেচ্ছা বিনিময় শেষে বাংলাদেশ প্রতিবন্ধী বিদ্যালয় শিক্ষক সমিতির আহবায়ক আরিফুর রহমান অপু বলেন, “একটি নির্দিষ্ট জনগোষ্ঠিকে পেছনে ফেলে স্মার্ট বাংলাদেশ বিনির্মান করা সম্ভব নয়। তাই সরকারের উচিৎ প্রতিবন্ধী বিদ্যালয়ের দিকে নজর দেওয়া। সুশিক্ষা পেলে এরাও সমাজ বিনির্মানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। ”
বাংলাদেশ প্রতিবন্ধী বিদ্যালয় শিক্ষক সমিতির সদস্য সচিব ইসরাত জাহান বলেন,“প্রতিবন্ধী বিদ্যালয়ের স্বীকৃতি ও এমপিওর জন্য আমাদের আরও জোড়দার ভূমিকা পালন করতে হবে। নিয়মিত সংশ্লিষ্ঠদের সাথে যোগাযোগ বাড়াতে হবে। এই দীর্ঘপথ পাড়ি দিতে সকল শিক্ষক কর্মচারিদের এক হয়ে কাজ করার আহব্বান জানাচ্ছি।”
Array