জয়পুরহাট প্রতিনিধিঃ জয়পুরহাটে রিক্সা ও ভ্যান চালক ইউনিয়নের ২০০ জন সদস্যদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।
হাড়কাঁপানো এ শীতে গরীব, অসহায় রিক্সা ও ভ্যান চালক ইউনিয়নের সদস্যদের মাঝে এ শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়।
গতকাল সন্ধ্যায় স্টেশন রোডস্থ ইউনিয়নের নিজস্ব কার্যালয়ে জেলা প্রশাসনের সহযোগিতা এই শীতবস্ত্র বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন সম্মিলিত শ্রমিক ফেডারেশনের সভাপতি রফিকুল ইসলাম রফিক, রিক্সা ও ভ্যান চালক ইউনিয়নের সভাপতি ইমরান হোসেন রুবেল, সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান মাফুসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
শীতবস্ত্র নিতে আসা শেখপাড়া গ্রামের রিক্সা চালক মোঃ হোসেন বলেন, শীতবস্ত্র আমাদের খুব দরকার ছিল। কয়দিন থেকে অনেক শীত পড়ছে। কিছুদিন আগে পেলে আরও বেশি ভালো হতো।
হেলকুন্ডা গ্রামের ভ্যান চালক কাবুল হোসেন বলেন, কম্বল পেয়ে বলেন, শীতে জীবন যায় যায়। আজ রাতে ভালো ঘুম হবে। আল্লাহ উনাদের ভালো করুন।
রিক্সা ও ভ্যান চালক ইউনিয়নের সভাপতি ইমরান হোসেন রুবেল বলেন, গরীব, অসহায় যে রিক্সা ও ভ্যান চালক রয়েছে তাদের শীত নিবারণের জন্য চেষ্টা করছি মাত্র। সমাজের বিত্তবানরা যে যার অবস্থান থেকে এইসব মানুষের পাশে দাঁড়ালে দরিদ্র মানুষ গুলোর মুখে কিছুটা হলেও হাসি ফোঁটানো সম্ভব।
Array