সোলায়মান হাসান নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মারামারির ঘটনায় নজরুল ইসলাম (৪০) নামে একজন নিহত হয়েছেন।বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) বিকেলে সোনারগাঁও এবং আড়াইহাজার থানার থানাধীন মাঝেরচর এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয়দের সূত্রে জানা যায়, সোনারগাঁ থানাধীন মাঝেরচর সিএনজি স্ট্যান্ড এলাকায় নোয়াগাঁও এলাকার সবেদ আলীর ছেলে ভিকটিম নজরুল ইসলামের সাথে স্ট্যান্ডের লাইনম্যান ও অজ্ঞাত ড্রাইভারদের সাথে কথা কাটাকাটি ও মারামারির ঘটনা ঘটে। এক পর্যায়ে ভিকটিমকে পেটানোয় তার অবস্থা গুরুতর হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে সন্ধ্যায় সে মৃত্যুবরন করে।
আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান উল্লাহ জানান, খবর পেয়ে আড়াইহাজার থানা পুলিশ লাশ উদ্ধার করেছে পুলিশ। ঘটনাস্থল সোনারগাঁ থানার। পরে বিস্তারিত জানানো যাবে।
Array