ওসমানীনগর প্রতিনিধি: সিলেট জেলা যুবলীগের অর্থ সম্পাদক কামরুল ইসলামের পক্ষ থেকে ওসমানীনগরে শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। বুধবার (২৪ জানুয়ারি) দুপুরে উপজেলার সাদিপুর ইউনিয়নের লামা তাজপুর গ্রামের যুবলীগ নেতা সৈয়দ মান্না আহমদের বাড়িতে প্রায় ৩ শতাধিক সুবিধা বঞ্চিত শীতার্ত মানুষের মাঝে এসব শীতবস্ত্র বিতরণ করা হয়।
শীতবস্র বিতরণকালে শীতার্ত মানুষের পাশে বিত্তবানদের দাঁড়ানোর আহ্বান জানিয়ে সিলেট জেলা যুবলীগের অর্থ সম্পাদক কামরুল ইসলাম বলেন, অসহায় মানুষের পাশে দাঁড়ানো নৈতিক দায়িত্ব ‘মানুষ মানুষের জন্য’। দরিদ্র অসহায় মানুষেরা দেশ ও সমাজের অংশ। তাই সমাজের বিত্তশালীসহ সকলের উচিত গরিব সুবিধা বঞ্চিত মানুষের পাশে দাড়াঁনো। আমি ও আমার পরিবারের জন্য আপনারা সবাই দোয়া করবেন। আমরা যেন আগামীতে আরোও বেশি বেশি করে আপনাদের মাঝে শীতবস্ত্র দিতে পারি।
এসময় উপস্থিত ছিলেন, যুক্তরাজ্য প্রবাসী মনসুর মিয়া,সিলেট জেলা ছাত্রলীগ নেতা আব্দুল আলীম, ওসমানীনগর উপজেলা ছাত্রলীগের আহবায়ক জুবায়ের আমিন,যুবলীগ নেতা সৈয়দ মান্না আহমদ, সৈয়দ চিশতি প্রমুখ।
Array