• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • বাকৃবিতে ভেটেরিনারিয়ান হবার যাত্রা শুরু ২০১জন শিক্ষার্থীর 

     বার্তা কক্ষ 
    16th Jan 2024 5:22 pm  |  অনলাইন সংস্করণ

    বাকৃবি প্রতিনিধি: বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) ভেটেরিনারি অনুষদের ৬২তম ব্যাচের শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিত হয়েছে।

    মঙ্গলবার (১৬ জানুয়ারি) সকাল ১০ টায় বিশ্ববিদ্যালয়ের সৈয়দ নজরুল ইসলাম সম্মেলন কক্ষে অনুষ্ঠানের আয়োজন করেছে ভেটেরিনারি অনুষদ। ২০২২-২৩ শিক্ষাবর্ষে ভেটেরিনারি অনুষদে ২০১জন শিক্ষার্থী ভর্তি হয়েছে। এবছর ওই অনুষদে ২১জন বিদেশি শিক্ষার্থী ভর্তি হয়েছে যাদের মধ্যে ১৮ জন নেপালি ও ৩ জন মালয়েশিয়ান।

    ভেটেরিনারি অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আব্দুল আউয়ালের সভাপতিত্বে ও ওরিয়েন্টশন অনুষ্ঠান আয়োজক কমিটির সদস্য সচিব সহযোগী অধ্যাপক ড. মোর্শেদা নাসরীনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক ডা. মো. এমদাদুল হক তালুকদার। এছাড়া উপস্থিত ছিলেন অনুষদের বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষিকাবৃন্দ।
    এ সময় নবীনদের উদ্দেশ্যে স্বাগত বক্তব্য ও অনুষদীয় শিক্ষা কার্যক্রম উপস্থাপনা করেন ওরিয়েন্টেশন অনুষ্ঠান আয়োজন কমিটির আহবায়ক অধ্যাপক ড. মুহাঃ ইলিয়াছুর রহমান ভূঁইয়া।

    ডা. মো. এমদাদুল হক তালুকদার বলেন, দেশে প্রাণিসম্পদ উন্নয়নের লক্ষে প্রধানমন্ত্রী মোবাইল ভেটেরিনারি ক্লিনিক দিয়েছেন। এর মাধ্যমে দ্রুত চিকিৎসা দিতে সক্ষম হয়েছে ভেটেরিনারি চিকিৎসকরা। সময়ের সাথে তাল মিলিয়ে আমাদের বিশ^মানের ভেটেনারিয়ান তৈরি করতে হবে। আমি একজন ভেটেরিনারিয়ান হিসেবে সব সময় আপনাদের পাশে আছি। দেশের কৃষিকে এগিয়ে নিতে আমরা সর্বদা কাজ করে যাচ্ছি। তরুণ প্রজন্মের মেধাকে কাজে লাগিয়ে কৃষিকে এগিয়ে নিয়ে যেতে হবে। এখানে চাকরি নিয়ে হতাশ হবার কোন কারণ নেই। ইতোমধ্যে ভেটারিনারিয়ানদের জন্য সরকারি চাকরিতে পদ সংখ্যা বৃদ্ধি করা হয়েছে।

    Array
    We use all content from others website just for demo purpose. We suggest to remove all content after building your demo website. And Dont copy our content without our permission.
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ