শাহাদাত হোসেন, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: আজ চাঁপাইনবাবগঞ্জের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। আজ সকাল সাড়ে সাতটার দিকে তাপমাত্রা রেকর্ড হয় ৯°c । যা গত দিনের থেকে কম। গতকাল চাঁপাইনবাবগঞ্জের তাপমাত্রা ছিল ১০°c ।
স্থানীয় লোকজন বলেন, গত তিনদিন থেকে রোদের দেখা পাওয়া যাচ্ছে না, ঠান্ডায় আমাদের জীবন অতিষ্ঠ হয়ে যাচ্ছে। বিশেষ করে যারা মাঠে কাজ করে তাদের জন্য অনেক কষ্টকর হয়ে যাচ্ছে।
এদিকে বাংলাদেশ আবহাওয়া অফিস জানিয়েছে, ১৭ জানুয়ারি রাত থেকে ১৯ জানুয়ারি সকল পর্যন্ত একটি আংশিক বৃষ্টি বলয় এর সম্ভাবনা রয়েছে।
অপরপক্ষে চাঁপাইনবাবগঞ্জের কিছু বিদ্যালয় গুলোতে দেখা গেছে, প্রচন্ড ঠান্ডার কারণে ছাত্র-ছাত্রীদের কিছুটা হলেও উপস্থিতি কম। কয়েকটি বিদ্যালয়ের প্রধান শিক্ষক বলেন , প্রচন্ড ঠান্ডার কারণে অভিভাবকরা তাদের বাচ্চাদের আপাতত বিদ্যালয়ে পাঠাচ্ছে কম।
এই ঠান্ডার কারণে চাঁপাইনবাবগঞ্জের বিভিন্ন মোড়ে মোড়ে দেখা গিয়েছে আগুন জ্বালিয়ে হাত পোহাচ্ছেন ছেলে বুড়ো সবাই।
Array