ভেদরগঞ্জ (শরীয়তপুর) প্রতিনিধি: চরভাগায় হাজী রুস্তম আলী ফাউন্ডেনের উদ্যোগে দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে উপবৃত্তি প্রদান অনুষ্টান সম্পন্ন করা হয়েছে। রবিবার সকালে চরভাগা আক্কাস হাওলাদার বাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রাথমিক ও উচ্চ মাধ্যমিকের ২৮ জন শিক্ষার্থীর মাঝে শিক্ষাসামগ্রী ও নগদ অর্থ বিতরণ করা হয়।
স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি কাউসার হাওলাদারের সাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদ প্যানেল চেয়ারম্যান এমএ কাইউম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের পরিচালক জনাব মোস্তফা দেওয়ান, প্রধান শিক্ষক ডিএম আবুল হোসেন প্রমুখ।
অনুষ্ঠানে ফাউন্ডেশনের পৃষ্ঠপোষক ইঞ্জিনিয়ার মাহবুব আলম বলেন, এলাকার দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের উৎসাহিত করতে আমাদের ফাউন্ডেশন নিয়মিত কাজ করে যাচ্ছে। আমাদের এ কার্যক্রম সারা বছর অব্যহত থাকবে। আগামীতে আমরা এ অনুষ্ঠান আরও বড় পরিসরে করবো ইনসাআল্লাহ। এছাড়া আমাদের আর্থ সামাজিক উন্নয়নমূলক অন্যান্য কাজও অব্যহত থাকবে।
Array