জাহাঙ্গীর আলম, কুড়িগ্রাম প্রতিনিধি: আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কুড়িগ্রাম-২ আসনের লাঙ্গলের প্রার্থী পনির উদ্দিন আহমেদ। বৃহস্পতিবার তিনি দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে সাথে নিয়ে কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার বিভিন্ন এলাকায় নির্বাচনী প্রচারণা চালিয়েছেন ।
বৃহস্পতিবার ২১ ডিসেম্বর দুপুরে উপজেলার কাশিপুর মহাবিদ্যালয় এসে পৌঁছালে উপজেলা জাতীয় পার্টির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ তাকে ফুলেল শুভেচ্ছা জানান। এরপর কাশিপুর কলেজ মোড় বাজারে তিনি গণসংযোগ করেন। সেখানেই তিনি সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। বর্তমান নির্বাচন কমিশনের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, অবাধ সুষ্ঠু নির্বাচন হবে এ বিষয়ে কোন সন্দেহ নাই। যাদের নির্বাচনে আসার মুরোদ নাই তারাই জ্বালাও-পোড়াও করছে, মানুষ পুড়িয়ে মারছে। সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি আরও বলেন, বিগত দিনে জাতীয় পার্টি সংসদের বিরোধীদল হিসেবে কার্যকর ভূমিকা পালন করেছে। আমি আমার নির্বাচনী এলাকার উন্নয়নে কাজ করেছি।
এখনও কিছু কাজ বাকি রয়েছে। আমি আবার নির্বাচিত হলে বাকি কাজগুলো শেষ করতে পারবো ইনশাআল্লাহ। সেখান থেকে তিনি উপজেলার বেড়াকুটি বাজার, ফুলবাড়ী বাজার ও শাহবাজার এলাকায় নির্বাচনী প্রচারণায় অংশ নেন।
Array