বার্তা কক্ষ
04th Oct 2023 8:41 pm | অনলাইন সংস্করণ
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে তৃতীয় আন্তর্জাতিক কনফারেন্সের তারিখ ঘোষণা করা হয়েছে।
আগামী ২০২৪ সালের ১৮ ও ১৯ ফেব্রুয়ারি তৃতীয় আন্তর্জাতিক কনফারেন্স অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সৌমিত্র শেখর। এবারের শিরোনাম- ‘থার্ড ইন্টারন্যাশনাল কনফারেন্স অন হিউম্যানিটিস অ্যান্ড সোশ্যাল সাইন্স।’
এবিষয়ে উপাচার্য অধ্যাপক ড. সৌমিত্র শেখর বলেন, “প্রতি বছর আন্তর্জাতিক কনফারেন্স আয়োজনের ধারাবাহিকতা বজায় রাখা হচ্ছে। এবার চার মাস এগিয়ে এনেছি। আমরা চিন্তা করেছি, প্রতি বছর একটি আন্তর্জাতিক কনফারেন্স হবে এবং সেটি ফেব্রুয়ারি মাসেই হবে। গত দুবারের মত এবারও বিশ্বের বিভিন্ন দেশ থেকে গবেষকরা এতে অংশ নেবেন।”
Array