রাহাত হোসেন, হাবিপ্রবি প্রতিনিধি: “জলাতঙ্কের অবসান সকলে মিলে সমাধান” এই প্রতিপাদ্যকে সামনে রেখে দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) ইন্টারন্যাশনাল ভেটেরিনারি স্টুডেন্টস অ্যাসোসিয়েশন (আইভিএসএ) এবং জেলা প্রাণিসম্পদ দপ্তর, দিনাজপুর এর যৌথ উদ্যোগে বিশ্ব জলাতঙ্ক দিবস উপলক্ষ্যে ক্যাম্পাসের কুকুরগুলোকে জলাতঙ্কের ভ্যাকসিন প্রদান করা হয়।
বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) সকাল ৮ টায় বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি এন্ড এনিম্যাল সায়েন্স (ভিএএস) অনুষদের একাডেমিক ভবনের সম্মুখ্যে এই কুকুর ভ্যাকসিনেশনের আয়োজন করা হয়। এসময় ক্যাম্পাস ও আশেপাশের রাস্তার কুকুরগুলোকে খাবার ও এন্টি-র্যাবিস লেপ ভ্যাকসিন প্রদান করা হয়। এসময় উপস্থিত ছিলেন আইভিএসএ এর প্রধান উপদেষ্টা ও ভিএএস অনুষদের ডিন অধ্যাপক ড. উম্মে সালমা, উপদেষ্টা অধ্যাপক ড. এস এম হারুন-উর-রশীদ, অধ্যাপক ড. খালেদ হোসেন ও অধ্যাপক ড. বেগম ফাতেমা জোহরা। আরও উপস্থিত ছিলেন দিনাজপুর জেলা ভেটেরিনারি অফিসার ডা. আশিকা আকবর তৃষা, দিনাজপুর সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ গোলাম কিবরিয়া, দিনাজপুর সদর ভেটেরিনারি সার্জন ডা. মোঃ সারোয়ার হাসান ও আইভিএসএ এর সদস্যবৃন্দ।
আইভিএসএ এর উপদেষ্টা মেডিসিন সার্জারি এবং অবস্টেট্রিকস বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. বেগম ফাতেমা জোহরা বলেন, আমাদের উদ্দেশ্য হচ্ছে ক্যাম্পাসের মধ্যে যে কুকুরগুলো আছে সবগুলোকে ক্রমান্বয়ে ভেকসিনেশন করা। ভেকসিনেশনের মাধ্যমে জলাতঙ্কের মত ভয়ানক জেনেটিক রোগ ও পরিবেশগত ঝুঁকি প্রতিরোধ করতে পারব। এটি বিশ্ববিদ্যালয়ের সকলের জন্য গুরুত্বপূর্ণ। এই ভেকসিনেশনের মাধ্যমে সরকারের ২০৩০ সালের মধ্যে জলাতঙ্ক মুক্ত বাংলাদেশ গড়ার যে লক্ষ্য সেদিকে আমরা এগিয়ে যেতে পারব।
দিনাজপুর জেলা ভেটেরিনারি অফিসার ডা. আশিকা আকবর তৃষা বলেন, ক্যাম্পাসের কুকুগুলোকে ভেকসিন করে আমরা ক্যাম্পাস জলাতঙ্ক মুক্ত করার যে প্রত্যয় নিয়েছি আশাকরি সেটি সফল হবে। এখন কুকুরগুলোর প্রজনন সময় চলছে। এই সময় আমরা যদি কুকুরগুলোকে খাবার দেই, বিরক্ত, উত্যক্ত না করি তাহলে তারা সুরক্ষিত থাকবে, আমরাও সুরক্ষিত থাকতে পারব। আমাদের ভিশন ২০৩০ সালের মধ্যে জলাতঙ্ক মুক্ত বাংলাদেশ। আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর হাত ধরে আমরা উন্নত বিশ্বে যাওয়ার যে স্বপ্ন দেখছি সেই স্বপ্নকে সফল করার জন্য আজকের এই শুরুটি আমি মনে করি একটি যুগান্তকারী পদক্ষেপ হতে পারে।
এসময় ভেটেনারি এন্ড এনিম্যাল সায়েন্স অনুষদের শিক্ষক ও শিক্ষার্থীরাও উপস্থিত ছিলেন।
Array