বার্তা কক্ষ
28th Sep 2023 9:03 pm | অনলাইন সংস্করণ
নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জের আড়াইহাজারে বুধবার বিকেলে উপজেলার গোপালদী পৌরসভার রামচন্দ্রদী এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১১ এর এস আই জাহিদুল ইসলাম সঙ্গীও ফোর্স নিয়ে গিয়ে একটি পিকআপ ভ্যান তল্লাশি করে অন্তর (২০) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করে ।
এ সময় তল্লাশি করে তার কাছ থেকে ৭৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়। আটককৃত অন্তর ময়মনসিংহ জেলার হালুয়াঘাট থানার বাউসা গ্ৰামের রমজানের ছেলে।
এ ব্যাপারে র্যাব-১১ এর এস, আই জাহিদুল ইসলাম বুধবার বাদী হয়ে আড়াইহাজার থানায় একটি মামলা দয়ের করেছেন। জব্দকৃত গাঁজার মূল্য ১৫ লাখ টাকা বলে এজাহার সূত্রে জানা যায়।
আড়াইহাজার থানার ওসি ইমদাদুল ইসলাম তৈয়ব জানান অন্তরকে মাদক আইনে মামলা দিয়ে বৃহস্পতিবার নারায়ণগঞ্জ কোর্টে প্রেরণ করা হয়েছে।
Array