ভেদরগঞ্জ, শরীয়তপুর প্রতিনিধি: দৈনিক আমার সংগ্রাম পত্রিকার বিশেষ প্রতিনিধি ও পরিবেশ সংরক্ষণ ও মানবাধিকার সাংবাদিক ফাউন্ডেশনের সদস্য আমির হোসেন চোকদারের ওপর হামলার ঘটনায় দু’জনকে সোমবার ( ২৫ সেপ্টেম্বর) রাতে আটক করেছে সখিপুর থানা পুলিশ। এবিষয়ে সখিপুর থানায় একটি মারধর ও চাঁদাবাজি মামলা দায়ের করেন সাংবাদিক আমির হোসেন।
আটকরা হলেন- মোবারক সরদার (২২) ও নিজাম সরদার (৫০) তাদের বাড়ি উপজেলা সখিপুর থানার চরকুমারিয়া ইউনিয়ন চর গাজীপুর ছাদিম আলী সরদার কান্দি এলাকার বাসিন্দা। ওই ঘটনায় মোবারক সরদার ও নিজাম সরদার সহ অজ্ঞাতনামা ৪ জনকে আসামি করে সখিপুর থানায় লিখিত অভিযোগ দিয়েছেন সাংবাদিক আমির হোসেন চোকদার ।
খোঁজ নিয়ে জানা যায়, গত ১৭ সেপ্টেম্বর ভেদরগঞ্জ উপজেলার সখিপুর থানার চরকুমারিয়া ইউনিয়নের গাজীপুর গ্রামে খুঁটির সাথে বেঁধে এক নারীকে নির্যাতনের ঘটনায় একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। এই বিষয়টি জানার পরে সাংবাদিক আমির হোসেন সহ ৩/৪ জন সাংবাদিক সেখানে উপস্থিত হয়ে সংবাদ সংগ্রহ করে একাধিক পত্রিকায় প্রকাশ করে। সেই নিউজ প্রকাশিত হওয়ার পরে সখিপুর থানায় একটি মামলা রুজু হয়। পরবর্তীতে আসামিরা গ্রেফতার হয়। এরপর আসামিরা জামিনে বের হয়ে সাংবাদিক আমির হোসেনের মুঠোফোনে হুমকি দিতে থাকে। এরপর (২৪ সেপ্টেম্বর) সাংবাদিক আমির হোসেন সহ ৩/৪ জন সাংবাদিক মোটরসাইকেল যুগে সখিপুর যাওয়ার পথে গাজীপুর ছাদিম আলী সরদার কান্দি গ্রামে পৌছালে ১ নং আসামি মোবারক সরদার সাংবাদিক আমির হোসেন থামতে বলে। পরে আমির হোসেন মোটরসাইকেল থামানোর পরে আসামি মোবারক সরদার ও নিজাম সরদার বলেন নিউজ করলি কেন? তোরা নিউজ করাতে আমরা গেরেফতার হয়েছি এই নিউজ আমাদের দুই লাখ টাকা খরচ হয়েছে এখন তোদের এই টাকা দিতে হবে এই বলে আমির হোসেনকে মারধর করে এবং সাথে থাকে ক্যামেরা ভাংচুর করে। এবং ২ নং আসামি নিজাম সরদার আমার পকেটে থাকা টাকা ও কাগজপত্র নিয়ে যায়। পরবর্তীতে আমার সহকর্মীরা আমাকে উদ্ধার করে হাসপাতালে চিকিৎসা শেষে বাসায় নিয়ে যায়। এবিষয়ে দুজনের নাম উল্লেখ সহ অজ্ঞাত ৩ জনকে আসামি করে সখিপুর থানায় একটি মামলা দায়ের করি।
দু’জনকে আটকের বিষয়টি নিশ্চিত করে সখিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান হাওলাদার বলেন, খবর পাওয়ার পর জড়িতদের গ্রেপ্তারে পুলিশের তিনটি টহলদল বের হয়।
তাৎক্ষণিক অভিযান চালিয়ে রাতেই দু’জনকে আটক করা হয়। আটককৃতদের আদালতের মাধ্যমে জেলে প্রেরণ করা হয়েছে।