রাহাত হোসেন, হাবিপ্রবি প্রতিনিধি: মানসিক দক্ষতা বিকাশ ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরির প্রয়াসে মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) ইলেকট্রনিকস এন্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগের অন্তর্ভুক্ত ইসিই ক্লাব অফ এইচএসটিইউ কর্তৃক আয়োজিত “Indoor Games Tournament 2023” উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানটি বিশ্ববিদ্যালয়ের ড. এম এ ওয়াজেদ ভবনে বিকাল ৪ টায় উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হাবিপ্রবির সিএসই বিভাগের সম্মানিত চেয়ারম্যান প্রফেসর আদিবা মেহজাবিন নিতু ও ইইই বিভাগের বিভাগের সম্মানিত চেয়ারম্যান প্রফেসর ড. মো. জামিল সুলতান। অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন ইসিই বিভাগের সম্মানিত চেয়ারম্যান প্রফেসর ড. মো. মাহবুব হোসেন।
দাবা,লুডু,ক্যারাম,টেবিল টেনিস,ব্যাডমিন্টন ছাড়াও মোট ১০ টি খেলার আয়োজন করা হয় এই ইনডোর গেমস টুর্নামেন্টে। হাবিপ্রবির ইসিই ক্লাব কর্তৃক আয়োজিত এই ইনডোর গেমস টুর্নামেন্ট একটি স্বাস্থ্যকর প্রতিযোগিতা যা অনুপ্রেরণাদায়ক, বন্ধুত্বপূর্ণ প্রতিযোগিতা এবং এটি মানসিক দক্ষতা বিকাশের জন্য একটি প্ল্যাটফর্ম প্রদান করতে পারে। এমনটিই মনে করেন বিভাগটির শিক্ষকমণ্ডলী ও শিক্ষার্থীরা।
এ উদ্দ্যেশ্যে অনুষ্ঠানটির সভাপতি ও ইসিই বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. মো. মাহবুব হোসেন বলেন, পড়াশোনার পাশাপাশি এসব খেলাধুলার মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে আরও ভালো বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি হয়। বিশেষ করে মেয়েরা বিভিন্ন আউটডোর গেমস এ অংশ নিতে পারে না, সেক্ষেত্রে ইনডোর গেমস তাদের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
তিনি আরও বলেন, খেলাধুলার মাধ্যমে শিক্ষার্থীরা ব্যাস্ত থাকলে হতাশা ও মাদক থেকে তারা দূরে থাকবে। মানসিক বিকাশ ও একটি বন্ধুত্বপূর্ণ পরিবেশ তৈরির উদ্দেশ্যেই মূলত এই ইনডোর গেমস টুর্নামেন্ট এর আয়োজন।
Array