বার্তা কক্ষ
26th Sep 2023 2:51 pm | অনলাইন সংস্করণ
বিশ্ববিদ্যালয় প্রতিনিধ: জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের আয়োজনে কর্মীসভার আয়োজন চলছে। আগামীকাল ২৭ সেপ্টেম্বর দুপুর ২ টায় বঙ্গবন্ধু ভাস্কর্যে কর্মীসভার জন্য মঞ্চ তৈরি করছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের পদপ্রত্যাশীরা।
গত বুধবার (২০ সেপ্টেম্বর) কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনানের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে কর্মীসভা আয়োজন করার জন্য তারিখ নির্ধারণ করা হয় এবং ২৫ সেপ্টেম্বর কর্মীসভা আয়োজনের কথা বলা হয়। পরবর্তীতে ২৩ সেপ্টেম্বর তারিখে আরেকটি বিজ্ঞাপ্তির মাধ্যমে কর্মীসভার তারিখ পরিবর্তন করে ২৭ সেপ্টেম্বর কর্মীসভার দিন নির্ধারণ করা হয়।
কর্মীসভাকে ঘিরে বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের পদপ্রত্যাশীদের মধ্যে উৎফুল্লতা বিরাজ করছে। ক্যাম্পাসের বিভিন্ন জায়গায় পোস্টার, ব্যানার, ফেস্টুন লাগানো হয়েছে।
Array