ব্যাপক উৎসহ-উদ্দীপনায় প্রবাসী বাংলাদেশিদের অংশগ্রহণে চার্চ-ম্যাকডোনাল্ড বাংলাদেশি বিজনেস অ্যাসোসিয়েশনের (সিএমবিবিএ) বার্ষিক পথমেলা অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি নিউ ইয়র্ক সিটির ব্রুকলীনের ম্যাকডোনাল্ড অ্যাভিনিউতে দিনব্যাপী এ পথমেলা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি ছিলেন সিটি মেয়র এরিক এডমস। মেলার উদ্বোধক ছিলেন মেলার অন্যতম পৃষ্ঠপোষক বাংলা সিডিপ্যাপ ও অ্যালেগ্রা হোম কেয়ার সার্ভিসের প্রেসিডেন্ট বীর মুক্তিযোদ্ধা ড. আবু জাফর মাহমুদ, মেলায় বিশেষ অতিথি ছিলেন ডিস্ট্রিক অ্যাটর্নি এরিক গনজালেস, বাংলাদেশি বংশোদ্ভুত সিটি কাউন্সিল ওমেন শাহানা হানিফ, অ্যাটর্নি পেরি ডি সিলভা ও ডেমোক্র্যাট পার্টির কুইন্সের ডিস্ট্রিক্ট অ্যাট লার্জ অ্যাটর্নি মঈন চৌধুরী। মেলায় ছিল কয়েক শ হরেক রকমের স্টল।
সিএমবিবিএর সভাপতি আব্দুর রব চৌধুরী, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম পাটোয়ারী, মেলা কমিটির কনভেনার মামুনুর রশীদ, মেম্বার সেক্রেটারি মইনুল ইসলাম বাপ্পীসহ আরও অনেকে মেলার উদ্বোধনী পর্বে উপস্থিত ছিলেন।
সাংস্কৃতিক পর্বে দেশ ও প্রবাসের জনপ্রিয় শিল্পীরা সংগীত ও নৃত্য পরিবেশন করেন। বিশেষ আকর্ষণ ছিল র্যাফল ড্র’র প্রথম পুরস্কার সিলেট মটরসের গাড়ি। মেলার সার্বিক পরিচালনায় ছিলেন মেলা কমিটির আহ্বায়ক মামুন উর রশীদ ও বিশিষ্ট উপস্থাপক আশরাফুল হাসান বুলবুল। মেলার সার্বিক সমন্বয় করেন মো. মহিউদ্দিন, রফিকুল ইসলাম, মোহাম্মদ আলী, আজিম উদ্দিন প্রমুখ।
ব্রুকলীন প্রবাসী বাংলাদেশি ছাড়াও সিটির বিভিন্ন স্থান থেকে বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশি সপরিবারে মেলায় যোগ দেন এবং দিনভর উপভোগ করেন। এ ছাড়া ভিন দেশিদেরও মেলার কর্মকাণ্ড উপভোগ করতে দেখা যায়।
Array