মোঃজেহান উদ্দিন মৃধা,খুবি প্রতিনিধি: খুলনা বিশ্ববিদ্যালয়ে (খুবি) গণযোগাযোগ ও সাংবাদিকতা ডিসিপ্লিনের প্রথম বর্ষের (২০২১-২২ সেশন) তিন শিক্ষার্থীর বিরুদ্ধে র্যাগিংয়ের অভিযোগ উঠেছে। শনিবার (২৩ সেপ্টেম্বর) গণযোগাযোগ ও সাংবাদিকতা ডিসিপ্লিনের প্রথম বর্ষের শিক্ষার্থী আমানুল্লাহ আমান বিশ্ববিদ্যালয়ের ছাত্র বিষয়ক পরিচালকের দফতরে লিখিত অভিযোগ জানিয়েছেন।
লিখিত অভিযোগে আমানুল্লাহ জানায়, “গত ২২ শে সেপ্টেম্বর ভূলবশত আমি আমার পরিধেয় শার্টের হাতা ভাঁজ করে ক্যাম্পাসে ঘুরতেছিলাম। ফলে ২২শে সেপ্টেম্বর রাত আনুমানিক ৯.৪৫এর সময় আমার রুমমেট তামিম হাসান(গণযোগাযোগও সাংবাদিকতা ডিসিপ্লিন’২৩ ব্যাচ) কে ফোনে আমার ব্যাপারে জিজ্ঞেস করে এবং আমাকে শাহ-শিরিন সড়ক এর শহীদুলের দোকানে একা আসার জন্য আদেশ করা হয়। সেখানে আমি উপস্থিত হওয়ার পরে সিনিয়র ভাইয়েরা সহ অজ্ঞাতনামা মোট ৫ থেকে ৬ জনকে দেখতে পাই। আমাকে দেখামাত্রই তারা ক্রমাগত গালি, মাথা, মুখমণ্ডলে আঘাত এবং গলাটিপে শ্বাসরোধের চেস্টা করে। এরপর কিছুক্ষণ বিশ্রামের পর আবার নির্যাতন শুরু করে। কান ধরে দাড়া করে রাখে,দুইপায়ের নিচে হাত রেখে কান ধরে রাখা এইভাবে ২৩ই সেপ্টেম্বর রাত ২.৩০ পর্যন্ত আমাকে আটকে রাখে। তারপর খুলনা মেডিকেল কলেজ থেকে প্রাথমিক চিকিৎসা নিই।
কিন্তু সরেজমিনে তথ্য প্রমাণাদি বিশ্লেষণ করে বিপরীত তথ্য পাওয়া গেছে। এ বিষয়ে অভিযুক্তদের মধ্য থেকে একজনের সাথে কথা বললে তিনি বলেন, “শ্বাসরোধ করে হত্যাচেষ্টাসহ আরো যেসকল অভিযোগ আনা হয়েছে সেগুলো পুরোপুরি ভিত্তিহীন ও উদ্দেশ্য প্রণোদিত।
ঘটনার আগের দিন ২৩ ব্যাচের কিছু শিক্ষার্থী অভিযোগকারী শিক্ষার্থী আমানউল্লাহ আমানের বিরুদ্ধে তার মেয়ে সহপাঠীদের উত্যক্ত করার বিষয়ে জানালে আমরা তার অন্য সহপাঠীসহ তার সাথে কথা বলার চেষ্টা করি এবং তাকে সাধারণভাবে বোঝানোর চেষ্টা করি। এরপর সে রাজনৈতিক প্রভাব খাটিয়ে নকল মেডিকেল সার্টিফিকেট তৈরি করে আমাদের নামে মিথ্যা অভিযোগ দায়ের করে।”
বানোয়াট মেডিকেল প্রতিবেদন সংক্রান্ত একটি প্রমাণ এই প্রতিবেদক শুনেছেন। যেখানে অভিযোগকারী শিক্ষার্থীকে বলতে শোনা যায় প্রভাবশালী একজনের ফোন কলের মাধ্যমে আক্রমনের শারীরিক কোনো আলামত না থাকার পরও সে ভূয়া রিপোর্টটি তৈরি করতে সক্ষম হয়, যার ভিত্তিতে সে অভিযোগটি দায়ের করা।
বিশ্ববিদ্যালয়ের ছাত্রবিষয়ক পরিচালক অধ্যাপক মো: শরীফ হাসান লিমন জানান, “আমরা র্যাগিং এর একটি লিখিত অভিযোগ পেয়েছি। ইতিমধ্যে একটা তদন্ত কমিটি গঠিত হয়েছে। তদন্তের পর বিধি মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে।”
Array