নিজস্ব প্রতিবেদক:
রাজশাহী শিক্ষা বোর্ড কলেজ পরিদর্শক পদে এনামুল হককে পদায়নে ১৮লক্ষ টাকা ঘুষ বানিজ্যের অভিযোগ উঠেছে।
গত ২১সেপ্টেম্বর রাজশাহী শিক্ষা বোর্ডের আওয়ামী লীগ সমর্থিত কর্মচারীরা শিক্ষামন্ত্রী বরাবরে এই অভিযোগ করেন।
অভিযোগে এনামুল হক ঢাকা বিশ্ববিদ্যালয় অধ্যায়নকালে শিবিরে সাথী ছিলেন বলে উল্লেখ করা হয়।
অভিযোগে আরও বলা হয় রাজশাহী বোর্ডের কলেজ পরিদর্শক পদে এনামুল হক কে কলেজ পরিদর্শক পদে পদায়ন করতে শিক্ষা বোর্ডের একজন উর্ধতন কর্মকর্তা ১৮লক্ষ টাকার ঘুষ বানিজ্য করেছেন।
এনামুল হক ঢাকা বিশ্ববিদ্যালয় অধ্যায়নকালে রাজধানীর কলাবাগান বশিরউদ্দিন রোডে ছাত্রশিবিরের কেন্দ্রীয় ম্যাচে থেকে পড়াশোনা করেছেন এবং সরাসরি শিবিরের রাজনীতিতে যুক্ত ছিলেন।
তাকে কলেজ পরিদর্শক হিসেবে পদায়ন করতে বোর্ডের উর্ধতন কর্মকর্তার ঘুষ বানিজ্যের খবর এখন ওপেন সিক্রেট।
অতএব মহোদয়ের নিকট আবেদন রাজশাহী শিক্ষা বোর্ডকে শিবিরের রাহুমুক্ত করতে তাহার পদায়নের পূর্বে আইনশৃংখলা বাহিনী কর্তৃক সঠিক তদন্ত করে পুন:বিবেচনা করা হোক।
Array