আশিকুর রহমান হৃদয়, শরীয়তপুর প্রতিনিধি: শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার সখিপুর থানার চরকুমারিয়া ইউনিয়নের গাজীপুর এলাকায় জমি নিয়ে বিরোধের জেরে এক বৃদ্ধা নারীকে বিবস্ত্র করে খুঁটির সাথে শিকল দিয়ে বেঁধে নির্যাতনের ঘটনার সঙ্গে জড়িতদের বিচারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে এলাকাবাসি।
সোমবার (১৯ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার সখিপুর থানার গাজীপুর ছাদিম আলী সরদার কান্দি এলাকায় এ মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে স্থানীয় ইউপি সদস্য সাইফুল ইসলাম দুলাল, মামলার বাদী তানিয়া আক্তার সহ তিন শতাধিক মানুষ উপস্থিত ছিলেন।
মানববন্ধনে বক্তরা, বৃদ্ধা নারী আনোয়ারা বেগম (৫০)কে শিকল দিয়ে হাত-পা বেঁধে নির্যাতনের ঘটনায় জড়িত প্রভাবশালী খোকন সরদার সহ ঘটনার সঙ্গে জড়িতদের দৃষ্টান্ত মূলক শাস্তির দাবি জানান।
প্রসঙ্গত, গত শনিবার (১৭ সেপ্টেম্বর) উপজেলার সখিপুর থানার গাজীপুরের ছাদিম আলী সরদার কান্দি গ্রামের আনোয়ারা বেগমকে জমি নিয়ে
বিরোধের জেরে নির্যাতন করেন খোকন সরদার, দাদন সরদার, সেলিম সরদার, মোশারফ সরদার, বাসেদ সরদার, আজাহারুল সরদার, নাজিমুদ্দিন সরদার, নিজাম সরদার সহ বেশ কয়েকজন। খবর পেয়ে সখিপুর থানা পুলিশ ও স্থানীয় ইউপি সদস্য সাইফুল ইসলাম দুলাল ঘটনাস্থলে পৌছে শিকল দিয়ে বাঁধা
মুমূর্ষ ও বিবস্ত্র অবস্থায় আনোয়ারা বেগমকে উদ্ধার করে স্থানীয় লোকজনের সহায়তায় শরীয়তপুর সদর হাসপাতালে ভর্তি করান। আনোয়ারা বেগম শরীয়তপুর সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। নির্যাতনের ঘটনার সঙ্গে জড়িত দুজনকে সখিপুর থানা পুলিশ গ্রেফতার করে আদালতে প্রেরন করেন।
এ ঘটনায় আনোয়ারা বেগম এর মেয়ে তানিয়া আক্তার বাদী হয়ে ৯ জনের নাম উল্লেখ করে সখিপুর থানায় একটি মামলা দায়ের করেছেন।
Array