নিজস্ব প্রতিবেদক:
বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর কায়সার আহমেদ এর বিরুদ্ধে মাদক সেবনের অভিযোগ এনে শিক্ষা মন্ত্রী বরাবর ডোপ টেষ্ট করার আবেদন জানিয়েছে মাদ্রাসা শিক্ষকদের সংগঠন বাংলাদেশ মাদ্রাসা শিক্ষক পরিষদ। অভিযোগে শিক্ষকরা উল্লেখ করেন মাদ্রাসা বোর্ডের পবিত্র চেয়ারে একজন মাদকসেবী থাকা অত্যন্ত লজ্জার। তাকে দ্রুত অপসারণ চান মাদ্রাসা শিক্ষকরা।
আবেদনে মাদ্রাসা শিক্ষকরা উল্লেখ করেন, বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ার প্রত্যয় নিয়ে মাননীয় প্রধানমন্ত্রীর সদিচ্ছা ও আপনার নিরলস প্রচেষ্টায় গত ১৫বছরে মাদ্রাসা শিক্ষা ব্যাপক অগ্রগতি লক্ষ্য করা যাচ্ছে। দেশে ইসলাম ধর্মীয় পড়াশোনার জন্যই মূলত মাদ্রাসা শিক্ষা।
এজন্য মাদ্রাসা শিক্ষার সাথে সম্পৃক্ত কর্মকর্তাদের ধর্মীয় নৈতিকতা থাকা আবশ্যক। কিন্তু অত্যন্ত দুঃখ ও লজ্জার বিষয় মাদ্রাসা শিক্ষা বোর্ডের বর্তমান চেয়ারম্যান প্রফেসর কায়সার আহমেদ একজন চিহ্নিত মাদকসেবী। রাজধানীর বিভিন্ন পাঁচতারকা হোটেলে মাদ্রাসা শিক্ষকদের সামনেই বিভিন্ন বৈঠকে মাদক সেবন করেছেন। সরকারি একটিটি গুরুত্বপূর্ণ ও পবিত্র পদে এমন মানুষ থাকলে সেটা সুনামের থেকে বেশি দুর্নাম বয়ে আনবে বলে আমরা মনে করি।
মাদকসেবী প্রফেসর কায়সার আহমেদ কে অপসারণ করে সৎ চারিত্রিক নিষ্ঠাবান ব্যাক্তিকে পদায়ন করে মাদ্রাসা শিক্ষা বোর্ডের মত পবিত্র জায়গাকে আলোকিত করার আবেদন জানান শিক্ষকরা।
এবিষয়ে মাদ্রাসা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর কায়সার আহমেদ বলেন, এধরনের তথ্যের কোন প্রমান যারা অভিযোগ করছেন তাদের কাছে নেই। আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করা হচ্ছে।