নোবিপ্রবি প্রতিনিধি: নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগের সিএসটিই ক্লাবের উদ্যোগে ‘অন্তঃবিশ্ববিদ্যালয় প্রোগ্রামিং প্রতিযোগিতা-সেপ্টেম্বর ২০২৩ অনুষ্ঠিত হয়েছে’।
রবিবার (১৭ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন-১ এর ৪র্থ তলায় এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় বিশ্ববিদ্যালয়ের ১৬, ১৭ এবং ১৮তম ব্যাচের শিক্ষার্থীরা অংশগ্রহণের সুযোগ পায়।
প্রতিযোগিতা শেষে আলোচনা সভা ও পুরস্কার বিতরনী অনুষ্ঠানের আয়োজন করে ক্লাবটি। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. আসাদুন নবি। এছাড়াও অনুষ্ঠানে বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয় সিএসটিই ১৬তম ব্যাচের টিম ‘আরআরএস’ এবং রানার আপ হয় আইসিই ১৬তম ব্যাচের টিম ‘স্টর্ম ব্রিঞ্জার্স’। এছাড়া ১৭তম ও ১৮তম ব্যাচ থেকে সেরা টিমের পুরস্কার গ্রহণ করে সিএসটিই ১৭তম ব্যাচের টিম ‘ফ্যালকন’।
আয়োজন প্রসঙ্গে সিএসটিই ক্লাবের সাধারণ সম্পাদক মো. আহনাফ মুত্তাকী চৌধুরী বলেন , ‘তথ্য ও প্রযুক্তির এই যুগে শিক্ষার্থীদের কোডিং-এর প্রতি উদ্বুদ্ধ করার লক্ষ্যে সিএসটিই ক্লাব প্রতিনিয়ত প্রোগ্রামিং প্রতিযোগিতা, সেমিনার এবং ওয়ার্কশপ আয়োজন করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় আমাদের এই প্রোগ্রামিং প্রতিযোগিতা আয়োজিত হয়েছে।’
সিএসটিই ক্লাবের সভাপতি মো. ফয়সাল আহমেদ বলেন, ‘বর্তমানে শিক্ষার্থীদের নিজেকে পরবর্তী ধাপে নিয়ে যাওয়ার অন্যতম মাধ্যম হচ্ছে প্রবলেম সলভিং। তাই শিক্ষার্থীদের প্রবলেম সলভিংয়ে আরও দক্ষ করে তুলতে, পাশাপাশি তারা যেন নিজেদের দক্ষতা যাচাই করতে পারে সেই লক্ষ্যে আমাদের এই প্রোগ্রামিং প্রতিযোগিতার আয়োজন।’
Array