রাহাত হোসেন, হাবিপ্রবি প্রতিনিধি: হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা সফলভাবে অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল ও ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করে বিভাগটির রসায়ন সমিতির দ্বিতীয় কার্যনির্বাহী কমিটি।
রসায়ন বিভাগের চেয়ারম্যান ও রসায়ন সমিতির সভাপতি প্রফেসর ড. মো. শামসুজ্জোহা’র সভাপতিত্বে বিভাগটির শিক্ষক ড. মো. আতিকুল ইসলাম, ড. উত্তম কুমার সরকার, প্রভাষক রেজাউল করিম বক্তব্য রাখেন। পরে বিভিন্ন ইভেন্টে জয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন শিক্ষকবৃন্দ।
রসায়ন বিভাগের চেয়ারম্যান ও রসায়ন সমিতির সভাপতি প্রফেসর ড. মো. শামসুজ্জোহা বলেন “আমাদের উদ্দেশ্য ছিল শিক্ষার্থীদের মধ্যে ইন্টার রিলেশন ডেভেলপ করা এবং বন্ডিং বৃদ্ধি করা । তাছাড়া ছাত্র-শিক্ষক সুসম্পর্কও গড়ে উঠবে । টুর্নামেন্ট সফলভাবে আয়োজন করার জন্য সকলের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন “।
বিভাগের বিশ ব্যাচের শিক্ষার্থী মুরাদ হোসেন বলেন “এই রকম টুর্নামেন্ট আরো অনেক হলে আমরা উপকৃত হবো । আমাদের পড়াশুনার একঘেয়েমি দূর হবে। পড়াশুনার মাঝে এমন খেলার আয়োজন আমাদের অনেক উৎসাহিত করবে”।
উল্লেখ্য, বার্ষিক এ ক্রীড়া প্রতিযোগিতায় ছেলেদের ৬ টি দলের অংশগ্রহণে ক্রিকেট টুর্নামেন্ট এবং মেয়েদের ৩ টি ইভেন্টে (বাজনা থামলে বালিশ কোথায়, চোখ বেঁধে হাড়ি ভাঙা এবং ঝুঁড়িতে বল নিক্ষেপ) প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। ক্রিকেট টুর্নামেন্টে ‘টাইটেনিয়াম-২২’ এর প্রতিপক্ষ ‘টক্সিক-২০’ জয় লাভ করে।
Array