ক্যাম্পাস প্রতিনিধি: জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের স্থানীয় সরকার ও নগর উন্নয়ন বিভাগের আয়োজনে বিভাগীয় বৃত্তি ও এসপিএসএস সনদ প্রদান অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) বিকাল তিনটার সময় বিশ্ববিদ্যালয়ের কনফারেন্স কক্ষে অনুষ্ঠানটি শুরু হয়। অনুষ্ঠানে উদ্বোধক ও প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সৌমিত্র শেখর, ট্রেজারার অধ্যাপক ড. আতাউর রহমান, সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. নজরুল ইসলাম, বিভাগটির বিভাগীয় প্রধান ও সহকারী অধ্যাপক মো. রাকিবুল ইসলাম, সহকারী অধ্যাপক সাদিক হাসান শুভ, সহকারী অধ্যাপক তানিয়া আফরিন তন্বী ও সহকারী অধ্যাপক আফরোজা ইসলাম লিপিসহ শিক্ষার্থীরা।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সৌমিত্র শেখর বলেন, “স্থানীয় সরকার ও নগর উন্নয়ন বিভাগের শিকক্ষরা অভিনব একটি আয়োজন করেছেন যে তাদের নিজেদের অর্থ অন্যরকমভাবে খরচ না করে তাদের বিভাগের ছেলে-মেয়েদের জন্য খরচ করেছেন। একারণে আমি সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানাচ্ছি। তাদের এই সৎ চিন্তা, সৎ উদ্দেশ্য অবিস্মরণীয় হয়ে থাকবে যাতে এটি আমাদের বিশ্ববিদ্যালয়ের অন্যান্য বিভাগ থেকে শুরু করে অন্যান্য বিশ্ববিদ্যালয়ে ছড়িয়ে পড়তে পারে।”
বিভাগটির বিভাগীয় প্রধান সহকারী অধ্যাপক মো. রাকিবুল ইসলাম বলেন, “মেধাবী ও অস্বচ্ছল শিক্ষার্থীরা যাতে অনুপ্রাণিত হয় সেলক্ষ্যে এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে। আজ মেধাবৃত্তির পাশাপাশি বিভাগের সহকারী অধ্যাপক সাদিক হাসান শুভর তত্ত্বাবধানে বিভিন্ন বর্ষের ৬০জন শিক্ষার্থীকে এসপিএসএস সনদ প্রদান করা হলো। এই সনদ তাদের ভবিষ্যৎ জীবনে অনেক কাজে লাগবে। আমরা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সৌমিত্র শেখর স্যারের দিকনির্দেশনায় শিক্ষা, গবেষণা ও উন্নয়ন মোটোর সারথি হয়ে এগিয়ে যাচ্ছি। বিভাগীয় অভ্যন্তরীণ বৃত্তি প্রদানের মাধ্যমে আজ আমরা দৃষ্টান্ত স্থাপন করলাম।”
Array