বার্তা কক্ষ
13th Sep 2023 1:57 am | অনলাইন সংস্করণ
বঙ্গবন্ধু
এ.এইচ.এম. নজিবুল হক
বঙ্গবন্ধু, স্বপ্নসারথি মহান, আমাদের জননেতা, বাংলার শির্ষকার্যকর্তা।
আপনির যুক্তির স্বপ্ন আমরা পেয়েছি,
স্বাধীন বাংলাদেশে এই বিজয়ী শোভা পেয়েছি।
আপনির উদ্দেশ্য সবুজ সন্ধ্যে প্রকাশ করে,
সমৃদ্ধি ও সমাজে ন্যায় বজায় রাখেন।
আমরা আপনির মুখে দেখি এক আলো,
সবার হৃদয়ে এই প্রেম অমর রেখেছে।
বঙ্গবন্ধু, আপনি আমাদের গর্ব এবং আদর,
সর্বদা আপনির স্মৃতি বাঁচবে এই ভাষায়।
আমরা অমর স্বপ্নে ভরে এই বাংলা মাতৃভাষা,
আপনির উজ্জ্বল পথে চলতে থাকবো সর্বদা।
Array