জয়পুরহাট প্রতিনিধিঃ ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি জয়পুরহাট শাখার অধীনে ক্ষেতলাল উপজেলার শিবপুর চারমাথা বাজারে ইসলামী ব্যাংক শিবপুর এজেন্ট আউটলেটের উদ্যোগে ইসলামী ব্যাংকের ৪০ বৎসর পূর্তি ও এজেন্ট সত্বাধিকারী পরিবর্তন উপলক্ষে এবং ব্যাংকিং সবার জন্যে স্লোগানে শিবপুর এজেন্টে গ্রাহক সমাবেশ জয়পুরহাট শাখা প্রধান ও এভিপি হাবিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
সমাবেশে প্রধান অতিথি বক্তব্য দেন ক্ষেতলাল উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও আলমপুর ইউ’পি চেয়ারম্যান আনোয়ারুজ্জামান তালুকদার নাদিম, বিশেষ অতিথির বক্তব্য দেন সাবেক কৃষি ব্যাংকের ম্যানেজার মতিউর রহমান, অধ্যক্ষ আমিনুল ইসলাম, ব্যাংকের অফিসার শামীম হোসেন, মামুনুর রশীদ, আঃ সমাদ প্রমুখ।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন এজেন্ট সত্বাধিকারী প্রকৌশলী আব্দুল বাতেন।
আন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন এজেন্ট ইনচার্জ শামীম হোসেন, রুজিনা পারভীন, জুবাইদুল ইসলামসহ স্হানীয় ইউপি সদস্যগণ, শিক্ষক, ব্যবসায়ী, কৃষিজীবি, রেমিট্যান্স গ্রাহকসহ বিভিন্ন পেশার দুই শতাধিক সম্মানিত গ্রাহকগণ।
Array