বিশ্বকাপ খেলা যেকোন ক্রিকেটারের জন্যই বড় স্বপ্ন। সেই স্বপ্নের ক্ষণ রাঙিয়ে রাখতে অভিনব এক পথ বেছে নিলো নিউজিল্যান্ডের ক্রিকেট বোর্ড। নির্বাচক কিংবা কোচ নন, এবারের কিউই বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা করেছে তাদের প্রিয়জনরা। কারো স্ত্রী, কারও বাগদত্তা, আবার কারো সন্তাব বা দাদু এসে জানিয়েছেন তাদের দলে থাকার খবর।
এমনকি দল ঘোষণার ক্ষেত্রেও ছিল বৈচিত্র্য। বোর্ডের পক্ষ থেকে অকল্যান্ডে নিউজিল্যান্ডের তারকা ক্রিকেটার ইশ শোধির পুরনো স্কুলে বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা করা হয়েছে। সব শঙ্কা পাশ কাটিয়ে ঘোষিত এই দলে জায়হা করে নিয়েছেন দলের নিয়মিত অধিনায়ক কেন উইলিয়ামসন। এক মাস আগেও তাকে নিয়ে ছিল শঙ্কা। আইপিএলে ইনজুরির পর ধারণা করা হয়েছিল বিশ্বকাপ মিস করতে যাচ্ছেন তিনি।
তবে উইলিয়ামসন ফিরেছেন। আর ফিরেই বুঝে পাবেন তার অধিনায়কত্বের দায়িত্ব। তার ডেপুটি করা হয়েছে উইকেটরক্ষক টম ল্যাথামকে। দুই অভিজ্ঞ পেসার টিম সাউদি এবং ট্রেন্ট বোল্ট প্রত্যাশিতভাবেই নিজেদের জায়গা পাকা করেছেন বিশ্বকাপ স্কোয়াডে।
এ বারের বিশ্বকাপের জন্য নিউজিল্যান্ড টিমে প্রথম বার সুযোগ পেয়েছেন ছয়জন ক্রিকেটার। মার্ক চ্যাপম্যান, ডেভন কনওয়ে, ড্যারেল মিচেল ও গ্লেন ফিলিপস টি-২০ বিশ্বকাপের স্কোয়াডে অতীতে থাকলেও এই প্রথম বার ওডিআই বিশ্বকাপের স্কোয়াডে সুযোগ পেয়েছেন। তরুণ অলরাউন্ডার রাচিন রবীন্দ্র এবং উইল ইয়ংও এই প্রথম বার সিনিয়রদের ওডিআই বিশ্বকাপ স্কোয়াডে সুযোগ পেয়েছেন। আগের বিশ্বকাপের দলে থাকা লকি ফার্গুসন, জিমি নিশাম, মিচেল স্যান্টনার ও ইশ সোধিও রয়েছেন এ বারের বিশ্বকাপের স্কোয়াডে।
নিউজিল্যান্ডের ১৫ সদস্যের স্কোয়াড;
কেন উইলিয়ামসন (অধিনায়ক), ট্রেন্ট বোল্ট, মার্ক চ্যাপম্যান, ডেভন কনওয়ে, লকি ফার্গুসন, ম্যাট হেনরি, টম ল্যাথাম (সহ-অধিনায়ক ও উইকেট কিপার), ড্যারেল মিচেল, জিমি নিশাম, গ্লেন ফিলিপস, রাচিন রবীন্দ্র, মিচেল স্যান্টনার, ইশ সোধি, টিম সাউদি ও উইল ইয়ং।