বার্তা কক্ষ
10th Sep 2023 6:58 pm | অনলাইন সংস্করণ
জয়পুরহাট প্রতিনিধিঃ জয়পুরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী নানা আয়োজনের মধ্য দিয়ে পালিত হয়েছে।
রবিবার সকালে জেলা বিএনপির কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, শহীদ জিয়ার প্রতিকৃতিতে মাল্যদান, বিকেলে র্যালী, আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করে জয়পুরহাট জেলা মহিলা দল।
আলোচনা সভায় জেলা মহিলা দলের ভারপ্রাপ্ত সভাপতি পারভীন বানু রুলি চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন জেলা বিএনপির আহবায়ক গোলজার হোসেন।
মহিলা দলের সাধারণ সম্পাদক জাহেদা কামাল এর সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য দেন জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক মাসুদ রানা প্রধান, কৃষক দলের আহবায়ক সেলিম রেজা ডিউক, জিয়া পরিষদের আহবায়ক অধ্যাপক আমিনুর রহমান বকুল, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শামস মতিন, মহিলা দলের নেত্রী নাজমা খনম, আরজিনা, রেখা প্রমুখ।
Array