জয়পুরহাট প্রতিনিধিঃ ফোরাম অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ এর কেন্দ্রীয় সংগঠনের কর্মসূচীর অংশ হিসেবে অদ্যই ২৮ আগস্ট ২০২৩ জয়পুরহাট জেলা শাখার আয়োজনে সদর উপজেলা ভাদসা ইউনিয়নের তেকানা হাফেজিয়া ও মাদ্রাসার নবনির্মিত ভবনের সামনে ফলজ, বনজ ও ঔষধী গাছ লাগিয়ে মাসব্যাপী বৃক্ষ রোপণে অভিযান শুরু করা হয়েছে।
উক্ত অভিযানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফোরামের কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক ও বগুড়া অঞ্চল তদারককারী প্রকৌশলী মোঃ আব্দুল বাতেন, অত্র প্রতিষ্ঠানের সভাপতি ও বিশিষ্ট বীমা ব্যক্তি মাওঃ আনোয়ার হোসেন, ফোরামের জেলা সভাপতি প্রকৌশলী মোঃ গোলাম মর্তুজা, জেলা সেক্রেটারি প্রকৌশলী মোঃ রুহুল আমিন, সাংগঠনিক সেক্রেটারি প্রকৌশলী অধ্যক্ষ মোঃ গোলাম রব্বানী, মাদ্রাসার সেক্রেটারিসহ এলাকাবাসী।
এসময় নেতৃবৃন্দ বলেন ডিপ্লোমা প্রকৌশলীদের সংগঠনসহ অনেক ব্যক্তি ও প্রতিষ্ঠান এ কার্যক্রম শুরু করেছে আলহামদুলিল্লাহ। আগামী প্রজন্মের জন্য বাসযোগ্য সুন্দর সবুজ বাংলাদেশ বির্নিমানে সবাইকে এগিয়ে আহবান জানান। বৃক্ষ রোপণ শেষে দোয়া ও মুনাজাত করেন অত্র মাদ্রাসার সভাপতি মাওঃ আনোয়ার হোসেন।
Array