বার্তা কক্ষ
23rd Aug 2023 11:10 am | অনলাইন সংস্করণ
শেয়ার বিক্রির ঘোষণা দিয়েছেন পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের প্রতিষ্ঠান এক্সিম ব্যাংকের উদ্যোক্তা জোবায়ের কবির। তিনি আগামী ৩০ কর্মদিবসের মধ্যে বাজার মূল্যে সাড়ে ৭ লাখ শেয়ার বিক্রি করবেন।
বুধবার (২৩ আগস্ট) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) এ তথ্য প্রকাশ করা হয়েছে।
ডিএসইর তথ্য মতে, উদ্যোক্তা জোবায়ের কবির হাতে থাতা ৭০ লাখ ৩২ হাজার ৬০০টি শেয়ারের মধ্যে সাড়ে ৭ লাখ শেয়ার বিক্রি করবেন।
কোম্পানির বর্তমান শেয়ার সংখ্যা ১৪৪ কোটি ৭৫ লাখ ৫৭ হাজার ৩৪৪টি। এর মধ্যে উদ্যোক্তা পরিচালকদের হাতে রয়েছে ৩২ দশমিক ৬১ শতাংশ শেয়ার। প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের হাতে রয়েছে ২৮ দশমিক ৯২ শতাংশ শেয়ার, বিদেশিদের হাতে রয়েছে দশমিক ৯০ শতাংশ এবং সাধারণ বিনিয়োগকারীদের ৩৭ দশমিক ৫৭ শতাংশ শেয়ার।